২৬ মার্চ, ডিফেন্ডিং চেন্নাই সুপার কিংস এবং ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে এ মরশুমের আইপিএল শুরু হওয়ার ঘোষণা আগেই করা হয়েছিল। এবার প্রকাশ পেল গোটা আইপিএল সূচি।
আইপিএলে আটের বদলে এবার থেকে ১০টি দল খেলবে। তবে নতুন নিয়মে পাঁচটি করে দলকে দুই গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। সিএসকের গ্রুপ ‘বি’-তে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি), পঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস। এই দলগুলির সঙ্গে দু'টি করে তো ম্যাচ খেলবেই, পাশাপাশি গ্রুপ ‘এ’-তে একে থাকার সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও দু'টি ম্যাচ খেলবে সিএসকে।
গ্রুপ ‘এ’-র বাকি দলগুলির সঙ্গে খেলতে হবে একটি করে ম্যাচ। সুতরাং, দল বাড়লেও আগের মতো ১৪টি ম্যাচই খেলবে সিএসকে। সেইমতোই গ্রুপ পর্বের সমস্ত ম্যাচের দিনক্ষণ ও মাঠের নাম জানিয়ে দেওয়া হল আজই। এক নজরে দেখে দিন, কবে, কোথায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স সিএসকে নিজেদের ম্যাচগুলি খেলবে।
সিএসকে-র সম্পূর্ণ সুচি:-
২৬ মার্চ- সিএসকে বনাম কেকেআর, সন্ধ্যা ৭.৩০ (ওয়াংখেড়ে)
৩১ মার্চ- সিএসকে বনাম লখনউ সুপার জায়ান্টস, সন্ধ্যা ৭.৩০ (ব্রেবোর্ন স্টেডিয়াম)
৩ এপ্রিল- সিএসকে বনাম পঞ্জাব কিংস, সন্ধ্যা ৭.৩০ (ব্রেবোর্ন স্টেডিয়াম)
৯ এপ্রিল- সিএসকে বনাম সানরাইজার্স হায়দরাবাদ, দুপুর ৩.৩০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
১২ এপ্রিল- সিএসকে বনাম আরসিবি, সন্ধ্যা ৭.৩০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
১৭ এপ্রিল- সিএসকে বনাম গুজরাট টাইটানস, সন্ধ্যা ৭.৩০ (এমসিএ, পুণে)
২১ এপ্রিল- সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স, সন্ধ্যা ৭.৩০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
২৫ এপ্রিল- সিএসকে বনাম পঞ্জাব কিংস, সন্ধ্যা ৭.৩০ (ওয়াংখেড়ে স্টেডিয়াম)
১ মে- সিএসকে বনাম সানরাইজার্স হায়দরাবাদ, সন্ধ্যা ৭.৩০ (এমিএ, পুণে)
৪ মে- সিএসকে বনাম আরসিবি, সন্ধ্যা ৭.৩০ (এমসিএ, পুণে)
৮ মে- সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস, সন্ধ্যা ৭.৩০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
১২ মে- সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স, সন্ধ্যা ৭.৩০ (ওয়াংখেড়ে)
১৫ মে- সিএসকে বনাম গুজরাট টাইটানস, দুপুর ৩.৩০ (ওয়াংখেড়ে)
২০ মে- সিএসকে বনাম রাজস্থান রয়্যালস, সন্ধ্যা ৭.৩০ (ব্রেবোর্ন স্টেডিয়াম)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।