বাংলা নিউজ > ময়দান > IPL 2022: আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হতে চলেছেন নেহরা, আরও চমক রয়েছে সাপোর্ট স্টাফের তালিকায়

IPL 2022: আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হতে চলেছেন নেহরা, আরও চমক রয়েছে সাপোর্ট স্টাফের তালিকায়

আশিস নেহরা। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

মেন্টরের পদে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী কোচকে।

আইপিএলের আসন্ন মরশুমে ২টি নতুন দল অংশ নিতে চলেছে। আমদাবাদ ও লখনউ দলের হয়ে কারা মাঠে নামবেন, তা এখনও নির্ধারিত হয়নি। তবে নতুন দু'টি দলের কোচিং স্টাফদের নাম সামনে আসছে এক এক করে। আগেই জানা গিয়েছে, লখনউ ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার। এবার জানা গেল যে, আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন আশিস নেহরা।

টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসারের সঙ্গে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির চুক্তি পাকা বলে খবর। এও জানা যাচ্ছে যে, ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেটের পদে দেখা যেতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ তারকা বিক্রম সোলাঙ্কিকে। এছাড়া বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন দলের মেন্টর নিযুক্ত হতে চলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আইপিএলের এক সিনিয়র সূত্র মারফৎ সংবাদ সংস্থা পিটিআই এমন খবর জানতে পেরেছে। তিনি জানিয়েছেন, ‘যতদূর আমি শুনেছি, ওরা (আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি) আশিস নেহরাকে দলের হেড কোচ হিসেবে সই করিয়েছে। ওঁর হাতেই দলের সার্বিক দায়িত্ব থাকবে। সোলাঙ্কি হবেন ডিরেক্টর অফ ক্রিকেট। সেই সঙ্গে দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে পারেন। মেন্টর হতে পারেন কার্স্টেন।’

তিনি আরও বলেন, ‘আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি এখনই এটা ঘোষণা করতে পারে না। তারা বিসিসিআইয়ের কাছ থেকে লেটার অফ ইনটেন্ট পাওয়ার পরে তবেই সরকারিভাবে জানাতে পারে।’

নেহরা এর আগে আরসিবির কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন। কার্স্টেনেরও নেহরার সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাই দু'জনের বোঝাপড়ার উপরেই আস্থা রাখতে চলেছে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি।

বন্ধ করুন