HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IPL 2022: 'কলকাতা,তুমি আমার স্বপ্ন ছিলে', ‘বেগুনি আবেগে’ ডুবে শুভমন,দিলেন আবেগে ভরা বার্তা

IPL 2022: 'কলকাতা,তুমি আমার স্বপ্ন ছিলে', ‘বেগুনি আবেগে’ ডুবে শুভমন,দিলেন আবেগে ভরা বার্তা

পেশাদারিত্বের জগতের কাছে কোথাও গিয়ে ফিকে হয়ে গিয়েছে আবেগ। তাই যেন ফুটে উঠল শুভমনের বার্তায়।

শুভমন গিল। (ছবি সৌজন্যে ফেসবুক)

সারাজীবন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু সেই আশাপূরণ হয়নি। বরং আগামী আইপিএলে তাঁর গায়ে আমদাবাদের জার্সি উঠতে চলেছে। তারপর কেকেআরের প্রতি নিজের অপরিসীম ভালোবাসা প্রকাশ করলেন শুভমন গিল। বললেন, 'কলকাতা, তুমি আমার স্বপ্ন ছিলে।'

শনিবার ফেসবুকে ৪৯ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন শুভমন। তাতে কেকেআরের বিভিন্ন মুহূর্তের কোলাজ তুলে ধরেন। অনুশীলন থেকে শুরু করে সতীর্থদের সঙ্গে মজা, পুল সেশন, পার্টির কোলাজ। ভিডিয়োর শেষে লেখা ছিল, ‘ধন্যবাদ কলকাতা নাইট রাইডার্স।’ পুরো ভিডিয়োর সঙ্গে মন খারাপ করে দেওয়া আবেগের গান চলছিল। যেন মনে হচ্ছিল, এই দিনটা দেখতে চাননি শুভমন। কিন্তু পেশাদারিত্বের জগতের কাছে কোথাও গিয়ে ফিকে হয়ে গিয়েছে আবেগ। তারইমধ্যে ভিডিয়োর ক্যাপশনে কেকেআরের ‘ঘরের ছেলে’ লেখেন, ‘কলকাতা, তুমি আমার স্বপ্ন ছিলে।’

শুভমনের পোস্ট।

২০১৮ সালে শুভমনকে দলে নিয়েছিল কেকেআর। প্রথম মরশুমে ১৩ টি ম্যাচ খেলেছিলেন। গড় ছিল ৩৩.৮৩। ২০১৮ সালেও ভালো ছন্দে ছিলেন। তাঁকে রিটেন করেছিল কেকেআর। ভবিষ্যতের তারকা হিসেবে তাঁকে দেখা হয়েছিল। কেকেআরের নেতৃত্ব প্রদানকারী গোষ্ঠীরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। গতবারের আইপিএলেও নাইটদের ওপেন করেন। সার্বিকভাবে তেমন ফর্মে ছিলেন না। তাও ১৭ ম্যাচে ৪৭৮ রান করে দলের কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তাই অনেকেই ভেবেছিলেন, গিলকে রাখা হবে। এমনকী নাইটদের অধিনায়কত্বের ব্যাটনও তাঁর হাতে উঠতে পারে। কিন্তু সেটা হয়নি। বরং আমদাবাদ ফ্র্যাঞ্জাইজি নিয়েছে শুভমনকে।

তারপর ‘ঘরের ছেলেকে’ শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছে কেকেআর। তাতেই চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ। তেমনই একজন বলেন, ‘গিলকে তো ছেড়ে দিলেন। এই সব ছবি দিয়ে আর নাটক করার কী আছে! গিলকে ক্যাপ্টেন হিসেবে দলে রাখা যেত। বেশি টাকা দিয়ে অন্য ক্যাপ্টেন আনার কোনও যুক্তি নেই। কেকেআর টিম ম্যানেজমেন্ট ভালো নয়।’ একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘কেন আপনারা শুভমন গিলের ছবি পোস্ট করছেন? আপনারা আমাদের সহানুভূতি দেখাচ্ছেন? আমাদের অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলছেন আপনারা। আমি এই পেজ আনফলো করে দেব। বাকিদের জন্য শুভেচ্ছা রইল। এখন থেকে আমি আর কেকেআরের সমর্থক থাকব না।’

অনেকেই আবার কেকেআরকে তোপ না দাগলেও শুভমন যে এবার বেগুন-হলুদ জার্সি পরে নামবেন না, তা মানতে পারছেন না। একজন লেখেন, ‘তোমায় মিস করছি। মিস করব তোমায়।’ অপর এক নেটিজেন বলেন, ‘শুভমন আজীবন কেকেআরের হয়ে খেলতে চেয়েছিলেন। নিজেই সেই কথা একটি ভিডিয়োয় জানিয়েছিলেন। আমায় সবাই গিলকে মিস করব।’ একজন আবার কান্নার ইমোজি দিয়ে বলেন, ‘শুভমান গিল'কে আর আমি কখনও কলকাতা হয়ে দেখতে পারব না।’ এক নেটিজেন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে ওকে যেন কেকেআর না ছেড়ে দেয়। কারণ এই ম্যানেজমেন্টের অধীনে কয়েকজন খেলোয়াড়কে আমি নাইট হিসেবে গড়ে উঠতে দেখেছিলাম। কাউকে বিদায় জানানো এবং অন্য জার্সি পরে খেলতে দেখার বিষয়টি মোটেও সহজ নয়। যাই হোক, গিল তোমায় মিস করব এবং ভবিষ্যতে তোমার সাফল্য কামনা করছি। কারণ ও যখন বলেছিল, যদি সম্ভব নয়, তাহলে আমি চিরকাল কেকেআরের হয়ে খেলতে চাই, আমরা সেটাই চেয়েছিলাম। কিন্তু কিছু জিনিস হয়ত ঠিকঠাক হয় না। যাই হোক, বিদায় নাইট।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.