বাংলা নিউজ > ময়দান > IPL 2022: ভিতটা মজবুত হওয়া দরকার, স্টইনিস এবং বিষ্ণোইকে লখনউ দলে নেওয়ার কারণ খোলসা করলেন রাহুল

IPL 2022: ভিতটা মজবুত হওয়া দরকার, স্টইনিস এবং বিষ্ণোইকে লখনউ দলে নেওয়ার কারণ খোলসা করলেন রাহুল

নিলামের আগে লখনউ সুপার জায়ান্টসের তিন পিক। ছবি- টুইটার (@LucknowIPL)। 

লখনউ সুপার জায়ান্টসের নেতা হিসেবে লোকেশ রাহুলকে বাছাই করা হয়েছে।

আসন্ন আইপিএলে নতুন দল হিসেবে অভিষেক ঘটতে চলেছে লখনউ সুপার জায়ান্টসের। ইতিমধ্যেই নিলামের আগে দলের অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলকে সই করানোর পাশাপাশি মার্কাস স্টইনিস এবং রবি বিষ্ণোইকেও দলে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার মালিকাধীন ফ্রাঞ্চাইজি। দলের তিন খেলোয়াড়ের বাছাইয়ের পিছনে আসল কারণ খোলসা করলেন অধিনায়ক রাহুল।

Backstage with Boria নামক শোয়ে রাহুল সাফ জানান দলের জন্য মজবুত ভিত গড়াটাই নিলামের আগে ফ্রাঞ্চাইজির প্রধান লক্ষ্য ছিল। তিনি বলেন, ‘যখন তিনজন খেলোয়াড়কে বাছাই করা হয়, তখন দলের প্রধান উদ্দেশ্য হয় তিনটি স্তম্ভ মজবুত করার। দলের ওপেনার হিসেবে আমাকে বাছাই করা হয়, অলরাউন্ডার হিসেবে সুযোগ পান স্টইনিস। ও পাঁচ-ছয় নম্বরে ব্যাট করে এবং বিগ ব্যাশে তো ওপেনিংও করেছে। ও দলকে বিকল্প দেয়। ছয় নম্বর বোলার হিসেবেও কাজটা করে দেবে। আর আইপিএলের ইতিহাসে লেগ স্পিনাররা ভাল করেছে। নিলামে যারাই রয়েছেন, তারা চড়া দামে বিক্রি হবেন। আমাদের তিনজনকে একসঙ্গে দলে নিলে আমাদের মনে হয়েছে যে শুরুটা ভাল হবে।’

পাশাপাশি বিষ্ণোই এবং স্টইনিসের দক্ষতার পাশাপাশি তাঁদের মানসিকতারও প্রশংসা করেন রাহুল। ‘মার্নাস দলের জন্য সবটা উজাড় করে দেয়, ও টিমম্যান। বিষ্ণোই বেশি ম্যাচ না খেললেও ওর হৃদয়টা বড়। ও পোলার্ড, রাসেল, হার্দিক, ঋষভের মতো ব্যাটারদের বিরুদ্ধে বল করার চ্যালেঞ্জ নিতে পিছপা হয়নি। ওরা ব্যাটে আসলেই আমার কাছে বরং বল চেয়ে নিয়েছে। আমার মতে ও খুব শীঘ্রই জাতীয় দলের হয়ে খেলবে এবং দীর্ঘদিন খেলবে।’ মত রাহুলের।

বন্ধ করুন