শুভব্রত মুখার্জি: আইপিএলের চলতি মরশুমের শুরুটা খুব একটা ভাল হয়নি রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর দলের। প্রথম ম্যাচে পঞ্জাবের কাছে হারের পরে কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বেশ লড়াই করে জিততে হয়েছে বিরাট কোহলিদের। এমন আবহে দাঁড়িয়ে আরসিবির অলরাউন্ডার ডেভিড উইলি মনে করেন ভারতের পিচে পাওয়ার প্লেতে বল করার থেকে দলের সব সদস্যের জন্য কফি তৈরি করা অত্যন্ত সহজ কাজ।
ডেভিড উইলি মনে করেন ভারতের পিচে বল হাতে ওপেন করাটা অত্যন্ত কষ্টসাধ্য একটি কাজ। প্রসঙ্গত ভারতের বেশিরভাগ উইকেট ব্যাটিং সহায়ক। সেই উইকেটে পেস বা বাউন্স তুলনামূলক অনেকটাই কম। সুইং একেবারে হয় না বললেই চলে। যাকে এককথায় বলা যায় ভারতের ২২ গজ ব্যাটারদের স্বর্গরাজ্য। ইংল্যান্ড দলের হয়ে ডেভিড উইলি সাধারণত এমন উইকেটে খেলেন সেখানে সুইং অনেকটাই বেশি থাকে। ফলে তার চলতি আইপিএলে মানিয়ে নিতে কিছুটা হলেও সমস্যা হচ্ছে। পঞ্জাবের বিরুদ্ধে এই পেসার তিন ওভার বল করে ২৮ রান দেন যদিও কোন উইকেট তিনি পাননি।
যদিও পরবর্তী ম্যাচে তিনি ২ ওভারে মাত্র ৭ রান দেন। অনেকটাই উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ইঙ্গিত দেন। আরসিবির ম্যাচ ডেতে তাদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করা হয় সেখানে উইলিকে বলতে শোনা যায় 'ভারতের মাটিতে পাওয়ারপ্লেতে বল করার চেয়ে দলের হয়ে কফি বানানো অনেকটাই সোজা। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের জন্য একটা গান তৈরির। আশা করব পরের ম্যাচে আমরা সেটা গাইতে পারব। বাটলার একটা শতরান সবে করেছে। আশা করব ওর যা রান করার ছিল ও করে ফেলেছে। সারা বিশ্বের ২২ গজে ও রান করেছে। আশা করব পরের ম্যাচে আমি ওকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরাতে পারব।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।