বাংলা নিউজ > ময়দান > IPL 2023: KKR-কে ট্রফি দেওয়া বিশ্বকাপজয়ী কোচকে নিয়োগ করতে চলেছে পঞ্জাব

গত মরশুমে আইপিএলে পঞ্জাব কিংসের হেড কোচের দায়িত্ব সামলেছিলেন কিংবদন্তি ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। তবে গতবারের ফল ভাল না হওয়াতে কয়েকদিন আগেই কুম্বলেকে ছেঁটে ফেলেছে প্রীতির পঞ্জাব। এবার আসন্ন মরশুমের জন্য পঞ্জাব তাদের কোচ হিসেবে নিয়োগ করতে চলেছে বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেইলিসকে। এখনও পর্যন্ত একবারও আইপিএলের শিরোপা জিততে পারেনি পঞ্জাব কিংস দল। এবার অজি কোচের হাত ধরেই নয়া মরশুমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে এই দল। 

৫৯ বছর বয়সি নিউ সাউথ ওয়েলসের ট্রেভর বেইলিস আইপিএলের পরিচিত মুখ। কয়েক মরশুম আগেই তিনি সানরাইজার্স হায়দরাবাদ দলের কোচিং করিয়েছেন। ২০১৯ সালে তার প্রশিক্ষণেই ইংল্যান্ড দল তাদের ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিততে সমর্থ হয়। ২০১২ এবং ২০১৪ সালে যখন কলকাতা নাইট রাইডার্স আইপিএল জিতেছিল তখন তাদেরও কোচিং স্টাফদের হেড ছিলেন তিনি।

পঞ্জাব এতদিনের আইপিএলে মাত্র একবার ফাইনালে খেলেছে। ২০১৪ সালে সেই ফাইনালে তাদের হারতে হয়েছিল কেকেআরের বিরুদ্ধে। ফ্রাঞ্চাইজির তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই বেইলিসের চুক্তিপত্র তৈরি হয়ে যাবে। সাম্প্রতিককালে পঞ্জাবের সবথেকে বড় সমস্যা তাদের ধারাবাহিকতা। গ্রুপ পর্যায়ে পরপর দুই ম্যাচে শেষ কয়েক বছরে তারা জিততে পারেনি। বেইলিসের প্রথম লক্ষ্য থাকবে এই সমস্যা দূর করার। তবে কুম্বলের আমলে আক্রমণাত্মক ব্যাটিংয়ের একটি চল এসেছিল দলে। এবার নতুন ঘরানার দলে সেটি অব্যাহত থাকে কিনা, সেটাই দেখার। ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল নিজের গদি ধরে রাখতে পারেন, সেদিকেও নজর থাকবে সবার। অনেকেরই মনে হয় গতবার চাপে পড়েই ভালো খেলতে পারেননি মায়াঙ্ক। এবার কী হয় সেটাই দেখার। 

বন্ধ করুন