শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বাঁহাতি পেসার রিসে টপলি। ফিল্ডিং করার সময়ে কাঁধের হাড় সরে গিয়েছিল তাঁর। তারপরেই আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপরে দেশে ফিরে যান টপলি। সেখানেই তাঁর কাঁধের অস্ত্রোপচার হয়েছে। এরপরেই ইংল্যান্ড তারকা হাসাপাতালের বিছানায় শুয়েই একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। বোঝাতে চেয়েছেন অপারেশনের পরে সুস্থ রয়েছেন তিনি।
২৯ বছর বয়সি পেসারকে ছবিতে দেখা যাচ্ছে বিছানায় হাসপাতালের ড্রেস পরে শুয়ে থাকতে। তার ডান হাতটি কাঁধের সঙ্গে স্লিং ব্যাগে ঝোলানো রয়েছে। বাঁহাতেও রয়েছে ব্যান্ডেজ। সেই অবস্থায় বাঁহাতে থাম্বস আপ দেখিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে অপারেশনের পরে আপাতত সুস্থ রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন 'এখানে জেনেরিক কামব্যাক কোটগুলো লিখে যাও'। অপারেশনের পরে এখন হাসপাতালেই ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ২০২৩ আইপিএলের জন্যে আরসিবি টপলিকে সই করিয়েছিল। চোটগ্রস্ত জস হ্যাজেলউডের 'কভার' হিসেবে তাঁকে সই করানো হয়েছিল। জস হ্যাজেলউড তাঁর ফিটনেস নিয়ে সমস্যায় ভুগছিলেন আইপিএলের আগে থেকেই। ফলে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজেও খেলা হয়নি তাঁর।
১ কোটি ৯০ লক্ষ টাকায় রিসে টপলিকে চুক্তিবদ্ধ করেছিল আরসিবি। মরশুমের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে খেলতে গিয়েই চোট পান টপলি। মাত্র দুই ওভার বল করেই চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন তিনি। ওই ম্যাচে ১৪ রান দেন টপলি। ক্যামেরুন গ্রীনকে আউট করেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ শেষে আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন জানিয়ে দেন টপলির কাঁধের হাড় সরে গিয়েছেন। পরবর্তীতে স্ক্যান করে আসার পরে দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার নিশ্চিত করেছেন অপারেশন করাতে দেশে ফিরে গিয়েছেন টপলি। সেই অপারেশন শেষে আপাতত সুস্থ রয়েছেন বাঁহাতি ইংল্যান্ডের এই পেসার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।