বাংলা নিউজ > ময়দান > IPL 22: ফিল্ডিং আমাকে বাড়তি উত্তেজনা জোগায়: ডেভিড ওয়ার্নার

IPL 22: ফিল্ডিং আমাকে বাড়তি উত্তেজনা জোগায়: ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার। (IPL)

ফিল্ডিংয়ে ভালো ক্যাচ ধরে বা রান বাঁচিয়ে যে ম্যাচে দলের জয়ের পথ প্রশস্ত করা যায় তার নজির তিনি রেখেছেন আইপিএলে দিল্লির হয়ে পঞ্জাবের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে।

শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেট দল ফিল্ডিংয়ে বরাবর ভালো। ফিটনেসের বিষয়ে তারা বরাবর আলাদা করে নজর দেন। অজিদের বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারও তার ব্যতিক্রম নন। ব্যাট হাতে রান না পেয়েও শুধুমাত্র ভালো ফিল্ডিং করেও যে দলকে জেতানো যায় তা দেখিয়ে দিয়েছেন তিনি। ফিল্ডিংয়ে ভালো ক্যাচ ধরে বা রান বাঁচিয়ে যে ম্যাচে দলের জয়ের পথ প্রশস্ত করা যায় তার নজির তিনি রেখেছেন আইপিএলে দিল্লির হয়ে পঞ্জাবের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে। আর ম্যাচের পরে তার অকপট স্বীকারোক্তি ফিল্ডিং তাকে বাড়তি উত্তেজনার জোগান দেয়।

পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ডেভিড ওয়ার্নার 'গোল্ডেন ডাক' করে আউট হন। তবে ফিল্ডিংয়ে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। এই প্রসঙ্গে বলতে গিয়ে ওয়ার্নার বলেন 'আমার খেলার দুই দিক রয়েছে-- ব্যাটিং এবং ফিল্ডিং। আমি রিঙে থাকার সময় সিঙ্গেলস আটকানোর চেষ্টা করি। বাউন্ডারিতে থাকলে চার-ছয় বাঁচানোর চেষ্টা করি। সৌভাগ্যবশত আজকের ম্যাচে (পঞ্জাবের) আমি এমন একটা ক্যাচ লুফতে সমর্থ হয়েছি। ফিল্ডিং আমাকে একটা বাড়তি উত্তেজনার জোগান দেয়। আমি বোলারদের হয়ে সবসময় রান বাঁচানোর চেষ্টা করি।'

প্রসঙ্গত পঞ্জাব কিংস দলের বিরুদ্ধে ১৭ রানের জয়ের মধ্যে দিয়ে প্রথম চারে জায়গা করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস দল। তিনি আরও যোগ করেন 'দলের মধ্যে একটা অদম্য জেদ রয়েছে। ম্যাচ না হারার জেদ রয়েছে। আমরা খুব লড়াকু। আমাদের ক্ষমতার সর্বোচ্চ স্তরে গিয়ে আমরা খেলার চেষ্টা করি। তা সে ব্যাট হাতেই হোক বা বল হাতে। প্রত্যেকের মধ্যে একে অপরকে সাহায্য করার একটা অদম্য ইচ্ছা রয়েছে। আমরা একে অপরের বিষয়ে যত্নশীল।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন