ধুমধাম করে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের মেগা নিলাম। নিলামে চিরতরে যেমন কয়েকজন ক্রিকেটারের ভাগ্য বদলে যায়, তেমন অনেকসময়ই ভাল পারফর্ম করেও সুযোগ পান অনেক বিদেশি তারকা। বেন ম্যাকডারমটের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেইরকমই হল।
আইপিএলের আগে বিগ ব্যাশে ১৩ ম্যাচে ৫৭৭ রান করেছিলেন ম্যাকডারমট। ২৭ বছর বয়সী অজি তারকা টুর্নামেন্ট সেরাও হন। তাই এ বারের আইপিএলে সুযোগ পাওয়ার বিষয়ে বেশ আশাবাদী ছিলেন তিনি। নিলামের আগে ম্যাকডারমট আইপিএলে অংশগ্রহণের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছিলেন, ‘এ বারের আইপিএলের জন্য আমি মুখিয়ে রয়েছি। আইপিএল দেখাটাই একটা দারুণ ব্যাপার। তবে আমি আইপিএলে খেলতে পারব কি না, সেটা পুরোটাই নির্ভর করছে, যারা দলের দায়িত্বে রয়েছে তাদের ওপর।’
তবে নিলামে কেউ তাঁর জন্য দরই হাঁকালেন না। অবিক্রিত থাকতে হল বিগ ব্যাশের মতো টুর্নামেন্টের মঞ্চ মাতানো কিপার-ব্যাটারকে। অবশ্য অস্ট্রেলিয়া জার্সিতে চলতি শ্রীলঙ্কা সিরিজে খুব একটা মন্দ খেলেননি ম্যাকডারমট। প্রথম টি-টোয়েন্টিতে মূলত তাঁর ৫৩ রানে ভর করেই ম্যাচ জেতে অজিরা। হয়তো স্রেফ বিদেশি ক্রিকেটারদের জায়গা সীমিত বলেই এ বার স্বপ্নভঙ্গ হল ম্যাকডারমটের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।