অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাট হাতে ক্রিজে নেমেছিলেন যশ ধুল। তবে ১১০ বলে ১১০ রানের তাঁর অধিনায়কোচিকত ইনিংসের সুবাদে ভারতীয় দল ২৯১ রানের বিশাল লক্ষ্য রাখে অজিদের সামনে। ৯৬ রানে ম্যাচও জিতে যায় টিম ইন্ডিয়া। ম্যাচ সেরা হন ধুল।
এমন ইনিংস এক স্মরণীয় ইনিংস খেলার ধুলের সময়টাও কিন্তু দারুণ। আইপিএল নিলামের ঠিক ১০ দিন ধুল শতরান করলেন। এর জেরেই ভারতীয় অনুর্ধ্ব ১৯ অধিনায়কের বিষয়ে বড় দাবি করলেন ব্র্যাড হগ। প্রাক্তন নাইট তারকার মতে তাঁর আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস ধুলকে দলে নিতে আগ্রহী হতে পারে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই কথা জানিয়ে তিনি লেখেন, ‘যশ ধুলের কাছে শটের কমতি নেই। ভবিষ্যতে ওকে বেধে রাখা কঠিন হবে। এক সপ্তাহেই আইপিএলের নিলাম এবং ওকে অনেক দলই নিতে চাইবে। অল্প দামে খেলোয়াড় কিনতে আগ্রহী রাজস্থান রয়্যালসের মতো দল ওর প্রতি আগ্রহী থাকবে। ওর ওপর বিশেষ নজর থাকবে।’
রাজস্থান এর আগেই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের তারকাদের নিলামে দলে নিয়েছে। গত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অংশ যশস্বী জয়সওয়াল ও কার্তিক ত্যাগী শুধু রাজস্থানে স্কোয়াডেই থাকেননি, খেলার সুযোগ পেয়ে ইতিমধ্যেই বেশ প্রভাবিতও করেছেন। সুতরাং, হগের আরেক প্রাক্তন দল যদি দিল্লির তরুণ ক্রিকেটার ধুলের জন্য নিলামে দর হাঁকায়, তাহলে অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবে না।