গতকাল (১১ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা হারলেও সকলের সামন নিজের ফের একবার নিজের বোলিং দক্ষতার পরিচয় দিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩৮ রানের বিনিময়ে অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল এবং স্টিভ স্মিথের উইকেটসহ, মোট চার উইকেট নেন হাসরাঙ্গা।
এই ম্যাচেই এক নতুন রকমের বল করতে দেখা যায় হাসারাঙ্গাকে। ২৪ বছর বয়সী লঙ্কান তারকা নিজের দ্বিতীয় ওভারে রাউন্ড আর্মে গোটা ছয় বল করেন। প্রথমের দিকে তাঁর বল তেমন কার্যকর মনে না হলেও, সেই ওভারেরই পঞ্চম বলে ম্যাক্সওয়েল আউট হয়ে সাজঘরে ফেরেন। এই অদ্ভুত বল করার সময় হাসরাঙ্গার হাঁটু প্রায় মাটির সঙ্গেই মিশে যায় যায় অবস্থায়। ধারাভাষ্যকাররাও প্রথম এমন বোলিং দেখে বেশ চমকে যান। কিন্তু ম্যাক্সওয়েল আউট হতেই সেই সময় ধারাভাষ্য বক্সে উপস্থিত শেন ওয়ার্ন এই অদ্ভুত বলের নামকরণ করার সিদ্ধান্ত নেন। তিনি এই বলকে ‘আন্ডারটেকার’ নাম দেন।
তারপর ২৪ ঘন্টাও অতিক্রান্ত হয়নি, নিজের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন লঙ্কান তারকা। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলারের বেস প্রাইস ১ কোটি টাকা থাকলেও, সম্ভবত নিলামের প্রথম ভাগের সবথেকে লম্বা দর কষাকষির পর তাঁকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিলামের মাঝেই নিলামকারী হিউজ এডমিডিস অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর, মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে নেওয়া হয়। তাই একটু অপেক্ষা করতে হলেও হাসারাঙ্গার দর জেতে আরসিবিই।
গত মরশুমেও দ্বিতীয়ভাগে হাসারঙ্গাকে পরিবর্ত ক্রিকেটার হিসাবে সই করেছিল আরসিবি। সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংসের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সেই আরবিতেই ফিরলেন হাসারাঙ্গা। বোলিংয়ের পাশপাশি ব্যাটিংয়ের হাতটাও মন্দ নয় তাঁর। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় তিনি পাঁচ নম্বরে রয়েছেন। সুতরাং, কেন ফ্রাঞ্চাইজিরা তাঁর ওপর এত দর হাঁকিয়েছে, তা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।