নিয়মের ফাঁদে আটকে গিয়েছে যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ৮ জন ক্রিকেটারের আইপিএল নিলামে অংশ নেওয়া। অথচ বিশ্বকাপে যেরকম পারফর্ম্যান্স উপহার দিয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা, তাতে তাঁদের নিলামে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাওয়া উচিত বলেই মনে করছেন বোর্ড কর্তাদের একাংশ। যদিও এক্ষেত্রে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় তারকাদের জন্য নিয়মে ছাড় দেওয়া হবে কিনা, তা এখনও স্থির করে উঠতে পারেনি বিসিসিআই।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের যশ ধুল, হরনূর সিং, ভিকি ওস্তওয়াল, রাজ বাওয়া, রাজবর্ধন হাঙ্গার্গেকর, বাসু বত্স, অন্নেশ্বর গৌতম, কৌশল তাম্বেরা অংশ নেবেন আইপিএলের মেগা নিলামে। তবে শেক রশিদ, রবি কুমার, দীনেশ বনা, নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, অংকৃষ রঘুবংশী, মানব পরখ, গর্ব সাঙ্গওয়ানরা নিলামে অংশ নিতে পারবেন না।
নিয়ম হল, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা অন্তত একটি ফার্স্ট ক্লাস বা লিস্ট-এ ম্যাচ খেললে তবেই নিলামের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন। যদি সিনিয়র পর্যায়ে ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকে, তবে নিলামের আগে বয়স ১৯ বছর পার করলে তবেই কোনও ক্রিকেটার আইপিএল অকশনে নাম দিতে পারবেন।
এক্ষেত্রে রশিদ, রবি, নিশান্তরা কোনও ক্ষেত্রেই যোগ্যতামান পেরতে পারছেন না। যদি ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে মাঠে নামেন এঁদের কেউ, তাহলেও তাঁর পক্ষে নিলামে অংশ নেওয়া সম্ভব নয়। কেননা তার আগেই ১২-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাবে মেগা নিলাম।
যেহেতু করোনার জন্য গত দু'বছর তেমনভাবে ঘরোয়া ক্রিকেট আয়োজনই করা যায়নি, তাই এবছর নিলামের আগে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্য বিশেষ ছাড় দেওয়া উচিত বলেই মনে করছেন অনেকে।
এপ্রসঙ্গে রত্নাকর শেট্টি বলেন, ‘এইসব ছেলেরা দুর্ভাগ্যজনকভাবেই লিস্ট-এ ক্রিকেট খেলার সুযোগ পায়নি। কেননা লিস্ট-এ টুর্নামেন্ট ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট একই সঙ্গে আয়োজিত হয়েছে। মহামারির জন্য তো একটা মরশুমে কেউই ক্রিকেট খেলতে পারেনি। আমি মনে করি বিসিসিআইয়ের এক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া উচিত। (অনূর্ধ্ব-১৯) দল সত্যিই ভালো খেলেছে। তাই ওদের সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।