বাংলা নিউজ > ময়দান > IPL Auction: অধিনায়ক কে হবেন? জল্পনা তুঙ্গে, জেনে নিন RCB-র পূর্ণাঙ্গ টিমের তালিকা

IPL Auction: অধিনায়ক কে হবেন? জল্পনা তুঙ্গে, জেনে নিন RCB-র পূর্ণাঙ্গ টিমের তালিকা

আরসিবি কত দামে কত জন প্লেয়ার কিনল?

ফ্যাফ ডু'প্লেসিকে ৭ কোটি দিয়ে সিএসতে-র থেকে ছিনিয়ে এনেছে ব্যাঙ্গালোর। তাঁর অধিনায়ক হওয়ার বড় সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্ষাল প্যাটেলদেরও বড় অঙ্কের বিনিময়েই দলে নিয়েছে ব্যাঙ্গালোর। দেখে নেওয়া যাক আরসিবি-র পুরো টিমের তালিকা।

এ বারের আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় লক্ষ্য ছিল নিলাম থেকে দলের অধিনায়ক খুঁজে নেওয়া। বিরাট কোহলি এই মরশুমে থেকে আর নেতৃত্ব দেবেন না, আগেই জানিয়ে দিয়েছিলেন। যদিও প্লেয়ার হিসেবে আরসিবি-র জার্সিতেই খেলবেন। তাঁকে এই বছর রিটেনও করা হয়েছে।

ফ্যাফ ডু'প্লেসিকে ৭ কোটি দিয়ে সিএসতে-র থেকে ছিনিয়ে এনেছে ব্যাঙ্গালোর। তাঁর অধিনায়ক হওয়ার বড় সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্ষাল প্যাটেলদেরও বড় অঙ্কের বিনিময়েই দলে নিয়েছে ব্যাঙ্গালোর। দেখে নেওয়া যাক আরসিবি-র পুরো টিমের তালিকা। জেনে নেওয়া যাক, কার জন্য কত টাকা খরচ করল আরসিবি।

রিটেন করা হয়েছিল ৩জনকে: বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি), মহম্মদ সিরাজ (৭ কোটি)।

নিলামে কেনা ক্রিকেটার: ফ্যাফ ডু'প্লেসি (৭ কোটি), অনূজ রাওয়াত (৩ কোটি ৪০ লক্ষ), জোস হ্যাজেলউড (৭ কোটি ৭৫ লক্ষ), আকাশ দীপ (২০ লক্ষ), শাহবাজ আহমেদ (২ কোটি ৪০ লক্ষ), দীনেশ কার্তিক (৫ কোটি ৫০ লক্ষ), হার্ষাল প্যাটেল (১০ কোটি ৭৫ লক্ষ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (১০ কোটি ৭৫ লক্ষ), ডেভিড উইলি (২ কোটি), লুবনিথ সিসোদিয়া (২০ লক্ষ), সিদ্ধার্থ কউল (৭৫ লক্ষ), করণ শর্মা (৫০ লক্ষ), অন্নেশ্বর গৌতম (২০ লক্ষ), চামা মিলিন্দ (২৫ লক্ষ), জেসন বেহরেনডর্ফ (৭৫ লক্ষ), শেরফান রাদারফোর্ড (১ কোটি), ফিন অ্যালেন (৮০ লক্ষ), মহিপাল লোমরোর (৯৫ লক্ষ), সুয়াশ প্রভুদেশাই (৩০ লক্ষ)।

মোট খরচ হয়েছে: ৮৮ কোটি ৪৫ লক্ষ

হাতে রয়েছে: ১ কোটি ৫৫ লক্ষ

স্কোয়াডে এই মুহূর্তে ২২ জন প্লেয়ার রয়েছে। তার মধ্যে ১৪ জন ভারতীয় এবং ৮ জন বিদেশি প্লেয়ার।

বন্ধ করুন