আইপিএলে খেলতে এসে ব্যক্তিগতভাবে অনেক উন্নতি হয়েছে। অধিনায়কত্বের বিষয়ে অনেক কিছু শিখেছেন। এমনই জানালেন মইন আলি। সেজন্য চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিং ধোনির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সেইসঙ্গে সার্বিকভাবে আইপিএলের কারণে ইংল্যান্ডের ক্রিকেট দলও লাভবান হয়েছে বলে জানান তারকা ক্রিকেটার।
ক্রিকবাজে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মইন বলেন, 'আমার মতে, ইংল্যান্ড দলের ক্ষেত্রে আইপিএলের অবদান গুরুত্বপূর্ণ ছিল। শুধু ব্যক্তিগতভাবে নয়, আমরা ভারতীয় দলের বিরুদ্ধে প্রচুর খেলেছি। আমরা ভারতীয় খেলোয়াড়দের শক্তি এবং দুর্বলতা জানতে পেরেছিলাম। যা নিজেদের শক্তি হিসেবে ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত স্তরে প্রচুর মানুষের সামনে খেলতে পারার বিষয়টি নিশ্চিতভাবে আমাদের সাহায্য করেছে।'
আইপিএলে চেন্নাই সুপার কিংসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন মইন। তাঁকে টপ-অর্ডারে ব্যাট করিয়েছে সিএসকে। মারকুটে ইনিংস খেলার লাইসেন্স দেওয়া হয়েছে। যা তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আরও পরিপক্ক করে তুলেছে। ওই সংবাদমাধ্যমে মইন বলেন, 'আমি যখন ইংল্যান্ডের জার্সিতে খেলতাম, তখন আমি সাত নম্বরে খেলতাম। সেখানে আমায় তিন নম্বরে পাঠিয়েছিল সিএসকে। আমায় সেই দায়িত্ব দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। জুগিয়েছিল সমর্থন।'
আরও পড়ুন: অজি সিরিজের নায়ক টি নটরাজনকে মনে আছে? এখন পথ হাতড়াচ্ছেন তরুণ পেসার
মইন আরও জানান, চেন্নাই সুপার কিংস যেখানে তাঁকে সমর্থন জুগিয়েছে, তাঁর উপর ভরসা রেখেছে, তার কোনও তুলনা হয়। ওই সংবাদমাধ্যমে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার তথা আইপিএলে ধোনির অন্যতম অস্ত্র বলেন, ‘(সিএসকের) হয়ে খেলার ফলে আমার আন্তর্জাতিক কেরিয়ারে বড় পরিবর্তন এসেছে।' সেইসঙ্গে তিনি বলেন, 'সিএসকে যেভাবে সমর্থন করে এবং যেভাবে ওই ফ্র্যাঞ্চাইজি চালানো হয়, তা এককথায় দুর্দান্ত। প্রত্যেকে বলেন যে এটাই (সিএসকে) সেরা ফ্র্যাঞ্চাইজি।’
ধোনির প্রশংসায় মুগ্ধ মইন
সিএসকের পাশাপাশি ধোনিরও ভূয়সী প্রশংসা করেন মইন। তাঁর মতে, আইপিএলে খেলার ফাঁকেই ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে প্রায়শই আলোচনা করেন। খেলার কোন মুহূর্তে কীভাবে অধিনায়কত্ব করা উচিত, কীরকমভাবে অধিনায়কত্ব করা উচিত, সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মইন।
আরও পড়ুন: ‘Baby AB’ ডেওয়াল্ড ব্রেভিসের কাছ থেকে ‘নো লুক শট’ শিখতে চান সূর্যকুমার যাদব
ওই সংবাদমাধ্যমে মইন বলেন, 'আমি ধোনির সঙ্গে কিছুটা সময় কাটিয়েছি এবং ওর সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করতাম এবং ও আমায় উত্তর দিত। পুরো বিষয়টা এতটাই খোলামেলা ছিল। অধিনায়ক হিসেবে ওর থেকে অনেক কিছু শিখেছি আমি। ওর ব্যাটিং থেকেও আমি অনেক কিছু শিখেছি। চেন্নাই সুপার কিংস থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।'
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)