বাংলা নিউজ > ময়দান > 'বিশ্ব একাদশ নয়, IPL দল বেছে নিয়েছে ICC', দশকের সেরা দলে পাক ক্রিকেটারদের না দেখে চটে লাল আখতাররা

'বিশ্ব একাদশ নয়, IPL দল বেছে নিয়েছে ICC', দশকের সেরা দলে পাক ক্রিকেটারদের না দেখে চটে লাল আখতাররা

আইসিসির দশকের সেরা তিন দলের নেতৃত্বে রয়েছেন দুই ভারত অধিনায়ক। ছবি- গেটি ইমেজেস।

ICC-র দশকের সেরা টেস্ট, ওয়ান ডে ও টি-২০ দলে পাকিস্তানের কোনও ক্রিকেটার নেই।

আইসিসির দশকের সেরা টেস্ট, ওয়ান ডে ও টি-২০ দলে কোনও পাক ক্রিকেটারের জায়গা হয়নি। এতেই চটে লাল পাকিস্তানের প্রাক্তন তারকারা। বিশেষ করে টি-২০ দলে বাবর আজমের নাম না থাকায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রতি ক্ষোভ উগরে দেন শোয়েব আখতার, রশিদ লতিফের মতো প্রাক্তন তারকারা। তাঁদের দাবি, আইসিসি বিশ্ব একাদশ নয়, দশকের সেরা আইপিএল দল বেছে নিয়েছে।

লতিফ টুইটারে আইসিসিকে কটাক্ষ করেন এই বলে যে, আইসিসি টাইপ করার সময় একটু ভুল করে ফেলেছে। দশকের সেরা আইপিএল দল লিখতে ভুলে গিয়েছে তারা। লতিফের এই দাবিকে সমর্থন জানান শোয়েব আখতার।

পরে আখতার নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আইসিসি পাকিস্তানের একজন ক্রিকেটারকেও দলে রাখেনি। যদিও তোমাদের (আইসিসির) টি-২০ দলে থাকার প্রয়োজন নেই আমাদের। তোমরা আইপিএলের দল ঘোষণা করেছ, বিশ্ব একাদশ নয়।’

আখতার আরও বলেন, ‘আইসিসি হয়ত ভুলে গিয়েছে যে পাকিস্তানও তাদের সদস্য এবং তারাও টি-২০ খেলে। ওরা বাবর আজমকে দলে রাখেনি, যে কিনা টি-২০’র এক নম্বর ব্যাটসম্যান। বাবর টি-২০'র সেরা প্লেয়ার। কোহলির সঙ্গে তুলনা করলেও দেখা যাবে বাবর দেশের জন্য অনেক কিছু করেছে। আমি নিশ্চিত এই ভিডিও দেখার পর আইসিসি বুঝতে পারবে যে, তাদের বিশ্ব একাদশ ঘোষণা করা উচিত ছিল, আইপিএল একাদশ নয়।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.