শুভব্রত মুখার্জি: নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইপিএলের হাত ধরে বিসিসিআইয়ের প্রায় প্রতি বছরের মুনাফা ছাড়িয়েছে কয়েকশো কোটি টাকা। তবে চলতি বছরের আইপিএলের মধ্যে দিয়ে এক অন্য উপায়েও বিসিসিআই ছাড়িয়ে গেল এক কোটি টাকা। স্লো ওভার রেটের কারণে চলতি আইপিএলে বিভিন্ন দলের অধিনায়ক সহ ফ্র্যাঞ্চাইজি বাকি ক্রিকেটারদের থেকে জরিমানা বাবদ বিসিসিআই এই বিপুল পরিমাণ টাকা আয় করে ফেলেছে ইতিমধ্যেই।
আরও পড়ুন… MI vs RCB IPL 2023: RCB কে ছয় উইকেটে হারিয়ে টেবিলের আট থেকে তিনে উঠল রোহিতের MI
সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ পর্যন্ত এই খাতে বিসিসিআইয়ের লক্ষ্মীলাভ হল ১ কোটি ৮ লক্ষ টাকা। কেকেআরের অধিনায়ক নীতীশ রানাকে জরিমানা করা হয়েছিল স্লো ওভার রেটের কারণে। তাঁকে জরিমানা করা হয়েছে ১২ লক্ষ টাকা। তবে এই দোষে নীতীশ একাই দুষ্ট নন। দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার, গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া, লখনউ অধিনায়ক কেএল রাহুল, মুম্বই অধিনায়ক রোহিত শর্মা এবং রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ইতিমধ্যেই এই এক কারণে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে সবাইকে এই ক্ষেত্রে ছাপিয়ে গিয়েছেন আরসিবির অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি এবং বিরাট কোহলি যৌথভাবে। তাঁদেরকে এই এক কারণে ইতিমধ্যেই জরিমানা করা হয়েছে ৩৬ লক্ষ টাকা। অর্থাৎ বাকিদের একটি ম্যাচে জরিমানা হলেও তাঁদেরকে জরিমানা করা হয়েছে তিনটি ম্যাচে।
আরও পড়ুন… রাহুল শর্মার শাশুড়ির চিকিৎসার জন্য গম্ভীরের বড় পদক্ষেপ! গৌতমকে ধোনির প্রিয় ক্রিকেটারের কুর্নিশ
সোমবার চলতি আইপিএলের ৫৩ তম ম্যাচ শেষের পরে জরিমানার অঙ্ক দাঁড়িয়েছে এই টাকায়। আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভাঙার দায়ে এই জরিমানা দিতে হয়েছে বিভিন্ন ফ্রাঞ্চাইজির অধিনায়কদের। যা ইতিমধ্যেই জমা হয়েছে বিসিসিআইয়ের অ্যাকাউন্টে। নির্ধারিত ২০ ওভার বোলিং করতে একটি দলের হাতে থাকে ৯০ মিনিট। যারমধ্যে ধরা থাকে স্ট্র্যাটেজিক টাইম আউটের আড়াই মিনিট। তবে ক্রিকেটারদের চোট-আঘাত,দল বা আম্পায়ারদের রিভিউতে যে সময় নষ্ট হবে তা এতে ধরা থাকে না। যা শেষ করতে না পারলে দলনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা হবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup