বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ৭.৬৩ ব্যাটিং গড়, পুরানের রেকর্ড ভেঙে IPL-এর ইতিহাসে ফের লজ্জার নজির দীপক হুডার

৭.৬৩ ব্যাটিং গড়, পুরানের রেকর্ড ভেঙে IPL-এর ইতিহাসে ফের লজ্জার নজির দীপক হুডার

দীপক হুডা।

আইপিএলের এক মরশুমে সব থেকে খারাপ ব্যাটিং গড়ের নজির গড়েছেন দীপক হুডা। প্রসঙ্গত ব্যাটিং অর্ডারে যেসব ব্যাটার এক-সাতের মধ্যে ব্যাট করেন এবং কমপক্ষে দশটি ইনিংস খেলেছেন এমন ক্রিকেটারদের পারফরম্যান্সকে মাথায় রেখেই তৈরি হয়েছে এই তালিকা। আর এই লজ্জার তালিকার শীর্ষে রয়েছেন দীপক হুডা।

শুভব্রত মুখার্জি: শেষ কয়েক বছরে ভারতীয় সিনিয়র দলের হয়ে বেশ কয়েকটি ম‌্যাচে খেলেছেন দীপক হুডা। ডানহাতি এই ব্যাটার ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে মোটামুটি ভাবে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। আইপিএলের শেষ কয়েকটি মরশুমেও তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। সেই তিনিই ২০২৩ সালে এসে ব্যাট হাতে একেবারেই পারফরম্যান্স করতে পারেননি। বলা ভালো, রানটা কী করে করতে হয় সেটাই যেন তিনি ভুলে গিয়েছেন। আর তাঁর এই অনবরত খারাপ পারফরম্যান্সের মধ্যে দিয়েই তিনি আইপিএলের ইতিহাসে এক লজ্জার নজির গড়ে ফেলেছেন।

আরও পড়ুন: বিশেষজ্ঞদের 2023 IPL-এর একাদশে নেই কোহলি-রোহিত-জাদেজারা, নাম নেই KKR-এর এক জনেরও

আইপিএলের এক মরশুমে সব থেকে খারাপ ব্যাটিং গড়ের নজির গড়েছেন দীপক হুডা। প্রসঙ্গত ব্যাটিং অর্ডারে যেসব ব্যাটার এক-সাতের মধ্যে ব্যাট করেন এবং কমপক্ষে দশটি ইনিংস খেলেছেন এমন ক্রিকেটারদের পারফরম্যান্সকে মাথায় রেখেই তৈরি হয়েছে এই তালিকা। আর এই লজ্জার তালিকার শীর্ষে রয়েছেন দীপক হুডা। ২০২৩ মরশুমে তাঁর ব্যাটিং গড় মাত্র ৭.৬৩। আর এই লজ্জার নজির গড়ার পথে তিনি ভেঙে দিয়েছেন বাঁহাতি আক্রমণাত্মক ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরানের নজির। ২০২১ মরশুমে পুরানের গড় ছিল ৭.৭২। ঘটনাচক্রে চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়েই খেলছেন দীপক হুডা এবং নিকোলাস পুরান।

আরও পড়ুন: টাইটান্সের ডেরায় অপ্রতিরোধ্য নন হার্দিকরা, ঘরের মাঠ হলেও লড়াই হবে সেয়ানে সেয়ানে

প্রসঙ্গত প্রথম বার এই লজ্জার নজির গড়েছিলেন দীপক হুডাই। তিনি ২০১৬ সালে ১০.২৮ গড়ে রান করেছিলেন। যে নজির ২০২১ সালে ভেঙেছিলেন পুরান।২০২৩ সালে এসে পুরানের নজির ভেঙে ফের এই লজ্জার নজির গড়লেন দীপক হুডা। আন্তর্জাতিক টি-২০-তে আয়ারল্যান্ড সিরিজ ছাড়া দীপক হুডার বলার মতন তেমন পারফরম্যান্স নেই। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০-তে ২৫০ বল খেলে তিনি করেছেন ৩৬৮ রান। স্ট্রাইক রেট ১৪৭.২। আয়ারল্যান্ড সিরিজ বাদ দিলে তিনি ১৬৪ বলে করেছেন ২১৭ রান। স্ট্রাইক রেট ১৩২.৩। চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টস‌‌‌ এলিমিনেটরে হেরে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এই ম্যাচে তারা ৮১ রানে হেরে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। এই ম্যাচে ১৩ বলে ১৫ রান করেছেন হুডা। পরবর্তীতে রান আউট হয়ে যান তিনি। ভারতীয় দলে জায়গা পাকা করার লড়াই চালানো দীপক হুডা চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব আইপিএলের এই খারাপ মরশুম ভুলে গিয়ে নতুন করে শুরু করতে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.