চলতি আইপিএলে ১১টি ম্যাচের মধ্যে ৯টিতে জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। উল্লেখযোগ্য বিষয় হল, ৯টি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৭ জন আলাদা ক্রিকেটার। চেন্নাইয়ের যথার্থ টিম-গেমের নিদর্শন এটাই। এও বোঝা যায় যে, কোনও দু-একজন ক্রিকেটারের উপর নির্ভরশীল নয় সিএসকে।
1/9পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৩ রানে ৪ উইকেট নিয়ে চেন্নাইকে ম্যাচ জেতান দীপক চাহার। ম্যাচের সেরা হন তিনি।
2/9রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট হাতে ২০ বলে ২৬ রান ও বল হাতে ৭ রানে ৩ উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মইন আলি।
3/9কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৬০ বলে ৯৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হন ফ্যাফ ডু'প্লেসি।
4/9আরসিবির বিরুদ্ধে ২৮ বলে ৬২ রান ও ১৩ রানে ৩ উইকেট সংগ্রহ করে ম্যান অফ দ্য ম্যাচ হন রবীন্দ্র জাদেজা।
5/9সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৪ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রুতুরাজ গায়কোয়াড়।
6/9মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫৮ বলে ৮৮ রানের লড়াকু ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হন রুতুরাজ।
7/9আরসিবির বিরুদ্ধে ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করে ম্যাচের সেরার পুরস্কার জেতেন ডোয়েন ব্র্যাভো।
8/9কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮ বলে ২২ রান ও ২১ রানে ১ উইকেট সংগ্রহ করে ম্যান অফ দ্য ম্যাচ হন রবীন্দ্র জাদেজা।
9/9সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৪ রানে ৩ উইকেট দখল করে ম্যান অফ দ্য ম্যাচ হন জোস হ্যাজেলউড।