চলতি মাসে শুরুর দিকে নিউজিল্যান্ডে ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহর পিঠে অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচার সফলও হয়েছে। তবে তিনি কবে মাঠে নামবেন তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। মাঠে নামার জন্য তাঁকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। অস্ত্রোপচারের পর ওমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দেখা যায় বুমরাহকে। অস্ত্রোপচারের পর এই প্রথম দেখা গেল ভারতীয় এই পেসারকে।
গত বছর সেপ্টেম্বর মাস থেকে বুমরাহ ক্রিকেট থেকে বাইরে রয়েছেন। পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান। এরপর তিনি অস্ট্রেলিয়ায় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেননি। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ সিরিজে তাঁকে পাওয়া যায়নি।
এই বছর জানুয়ারিতে বুমরাহ ওডিআই সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন। কিন্তু বিসিসিআই কোনও রকম ঝুকি নেয়নি বুমরাহকে নিয়ে। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে কোনও রকম তাড়াহুড়ো করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বছর আইপিএলেও তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে না বুমরাহকে। এমনকী বছরের শেষে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেখানেও থাকবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে ভারতীয় চাইছে ওডিআই বিশ্বকাপের আগেই এই পেসারকে সুস্থ করে তুলতে।
রবিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়। মুম্বই ইন্ডিয়ান্স জেতার পর তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। সেই ভিডিওতে দেখা যায় বুমরাহ ইংল্যান্ডের ফার্স্ট বোলার জোফরা আর্চারের সাথে কথা বলছেন।
২০২৩ এর আইপিএলে অংশ নিতে পারবেন না ২৯ বছর বয়সী বুমরাহ। ঠিক তেমনভাবে আর্চারও গতবছর আইপিএলে খেলতে পারেননি। কারণ তাঁর কনুইয়ে অস্ত্রোপচার হয়। এই বছর আর্চার মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন। মুম্বই ফ্র্যাঞ্চাইজিরা আর্চারকে নিলাম থেকে ছিনিয়ে নেন। নিলামের সময় ভারতীয় মুদ্রায় ৮ কোটি টাকা দিয়ে তাঁকে কিনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
২০২৩ এর আইপিএল শুরু হবে ৩১ মার্চ থেকে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রা শুরু হবে ২ এপ্রিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মার দল।