এই মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং গত বছরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই গত বছর খুব একটা ভালো পারফরম্যান্স করেনি। পয়েন্ট টেবিলের নবম স্থানে থেকে গত বছর শেষ করে তারা। আইপিএলের সবচেয়ে সফল দল এই বছর তাদের ভুলত্রুটি শুধরে ফের পুরনো ফর্মে ফিরতে চাইবে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস চেন্নাইয়ে যোগ দিয়েছেন। ফলে তাদের শক্তি অনেকটাই বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুপার কিংস গত ডিসেম্বরে নিলাম থেকে ১৬.২৫ কোটি টাকায় কেনে তাঁকে।
তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া স্টোকসকে দলে নেওয়ার ক্ষেত্রে কিছুটা অবাক হয়েছেন। তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও চলাকালীন, চোপড়া বলেন যে, স্টোকসের পিচে সেট হতে অনেকটা সময় লাগে। নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন না। সুপার কিংসের কাছে ইতিমধ্যেই রুতুরাজ গায়েকোয়াড়দের মতো একজন ক্রিকেটার রয়েছে। তাই ইংরেজ অধিনায়ককে কেন নেওয়া হয়েছে তাতে কিছুটা হলেও অবাক হয়েছেন তিনি। আকাশ চোপড়া বলেন, 'আমরা বিশ্বকাপেও দেখেছি, স্টোকস খেলার মাঝখানে সময় নিতে পছন্দ করে। ও ৩ নম্বরে আরও ভাল খেলে। আইপিএলে একমাত্র সেঞ্চুরি এসেছে মিডিল অর্ডারে ব্যাট করেই। সুতরাং, চেন্নাই কি করতে চলেছে তা বোঝা কঠিন। রবিন উথাপ্পা দলে নেই। তাহলে কি তারা রবিনের বদলি হিসাবে ওকে নিয়েছে?' প্রশ্ন তুলেছেন স্টোকস।
স্টোকস তাঁর একমাত্র আইপিএল শতরানটি করেছেন বর্তমানে আইপিএল না খেলা গুজরাট লায়ন্সের বিরুদ্ধে। ২০১৭ সালের আইপিএলে। সেই ইনিংসে ৫ নম্বরে ব্যাট করতেন তিনি। যদিও দ্বিতীয় ওভারে ক্রিজে আসতে হয় তাঁকে।
রুতুরাজ সম্পর্কে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন যে, এই তরুণ ক্রিকেটারকে তাঁর খেলায় আরও আগ্রাসন আনতে হবে। আকাশ চোপড়া বলেন, 'এই মুহূর্তে ও ধীরে ধীরে ইনিংস শুরু করে। ইনিংস গড়ার সঙ্গে সঙ্গে গতি বাড়ায়। কিন্তু ডিজেল ইঞ্জিনের দিন শেষ হয়ে গিয়েছে। আমাদের এখন ইলেকট্রনিক গাড়ি আসছে। রুতুরাজকে বৈদ্যুতিক গাড়িতে পরিণত হতে হবে।' ২০২১ সালে গায়কোয়াড় দুর্দান্ত মরশুম কাটিয়েছেন। সেই মরশুমে তিনি ১৬ ম্যাচে ৬৩৫ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।