এই বছরের আইপিএল প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছে। এখন বাকি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ও ফাইনাল। ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে চেন্নাই সুপার কিংস। আর কোন দল ফাইনালে যাবে সেটা ঠিক হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে। সেই ম্যাচটি হবে ২৬ মে শুক্রবার। এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস ও মুম্বই ইন্ডিয়ান্স। এখন দেখার কোন দল ফাইনালে জায়গা করে নেয়।
তবে গত ম্যাচে অর্থাৎ এলিমিনেটরে মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। মুম্বই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কারণ চেন্নাইয়ের পিচে পরে ব্যাট করা কতটা কঠিন হতে পারে ক্রিকেটারদের জন্য তা আগেই বুঝে যায় মুম্বই ও লখনউ। তাই টসে জিতে ঝুঁকি না নিয়েই ব্যাটের সিদ্ধান্ত নেয় রোহিত শর্মার দল। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮২ রান করে মুম্বই। ১৮৩ রানের টার্গেট নিয়ে লখনউ মাঠে নামলে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় তারা। লখনউয়ের বিরুদ্ধে মুম্বইয়ের ফিল্ডিং ছিল অসাধারণ। এছাড়াও দুর্দান্ত পারফরম্যান্স করেন বোলাররা। মাধওয়াল ৩.৩ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। এই অসাধারণ বোলিংয়ের জন্য লখনউ মাত্র ১৬.৩ ওভারে অলআউট হয়ে যায়।
লখনউয়ের হয়ে নবীন-উল-হক দুর্দান্ত পারফরম্যান্স করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। তিনি বল করতে নেমে ৪ উইকেট নেন। তবে এই ম্যাচে বল করার আগে আগে মুম্বইয়ের বোলার মাধওয়ালকে রোহিত শর্মা কিছু পরামর্শ দেন। সেই কথাই তিনি এখন প্রকাশ্যে আনলেন। আইপিএল ওয়েবসাইটের একটি ম্যাচ পরবর্তী কথোপকথনে মুম্বইয়ের ব্যাটার সূর্যকুমার যাদবকে বলেন, এলিমিনেটর ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে তাদের পরিকল্পনা কি ছিল।
মাধওয়াল বলেন, 'রোহিত শর্মা আমাকে হার্ড লেন্থে বল করার কথা বলে। এছাড়াও আমাকে বলে উইকেটে আমাদের সাহায্য করতে পারে। আমি সেই পরামর্শ মতো বল করার চেষ্টা করেছি। আমি এবং রোহিত ভাই আমরা হোটেলেও আলোচনা করেছি কিভাবে বল করতে হবে। আমরা স্বচ্ছ এবং দৃঢ় মানসিকতা নিয়েছিলাম যে আমরা এই ভাবেই বোলিং করব। আর শেষ পর্যন্ত সেই পরিকল্পনা মতো ম্যাচ খেলেছি।'
পাশাপাশি তিনি আরও বলেন, ‘ম্যাচের আগে আমি আর রোহিত ভাই মিলে পরিকল্পনা করি কোথায় বল করলে উইকেট তুলে নেওয়া যাবে। আমাকে একটা কথাই বলেছিল, কোনও রকম চিন্তা করতে না। আমি সেই মতো বল করি।’
আইপিএলে এলিমিনেটর ম্যাচে লখনউকে হারিয়ে মুম্বই পৌঁছে গিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। আমদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটানস। সেখানেই ভাগ্য নির্বাচন হবে আইপিএলের ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি কে হবে। এখন সবার নজর থাকবে শুক্রবারের ম্যাচে। সেই ম্যাচে হার্দিক পান্ডিয়া না রোহিত শর্মা, শেষ হাসি কে হাসবে এখন সেটাই দেখার বিষয়।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।