বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: বোলার শার্দুলকে তো ব্যবহারই করছে না KKR- কতটা আফসোস রয়েছে? মুখ খুললেন তারকা

IPL 2023: বোলার শার্দুলকে তো ব্যবহারই করছে না KKR- কতটা আফসোস রয়েছে? মুখ খুললেন তারকা

শার্দুল ঠাকুর।

শুধু ব্যাটার হিসেবেই শার্দুলকে ব্যবহার করছে কেকেআর। নীতীশ রানা নিজে এক-আধ ওভার হাত ঘোরাচ্ছেন। মার খেয়ে ছাতু হচ্ছেন। তবু শার্দুল সে ভাবে বল করার সুযোগ পাচ্ছেন না। এই নিয়ে প্রশ্নও উঠে গিয়েছে। চলছে নানা চর্চা। তবে কি শার্দুল ফিট নন?

কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার সার্দুল ঠাকুরকে প্রথম একাদশেই রাখা হচ্ছে, তবে বল করানো হচ্ছে না। কিন্তু কেন? এই নিয়ে কতটা আফসোস রয়েছে শার্দুলের? কী বলছেন তিনি? এ বার বোলিং না করানো নিয়েই মুখ খুললেন শার্দুল।

শার্দুল নিয়মিতই প্রথম একাদশে থাকছেন। মাঝে অবশ্য কয়েকটি ম্যাচ খেলেননি। তবে শুধু ব্যাটার হিসেবেই তাঁকে ব্যবহার করা হচ্ছে। নীতীশ রানা নিজে এক-আধ ওভার হাত ঘোরাচ্ছেন। মার খেয়ে ছাতু হচ্ছেন। তবু শার্দুল সে ভাবে বল করার সুযোগ পাচ্ছেন না। এই নিয়ে প্রশ্নও উঠে গিয়েছে। চলছে নানা চর্চা। তবে কি শার্দুল ফিট নন? এই সব বিষয় নিয়ে আবার বিশেষ মাথা ঘামাতে রাজি নন কেকেআর-এর তারকা। তাঁর বরং দাবি, দলের প্রয়োজন পড়ছে না বলেই, তাঁকে বল করানো হচ্ছে না।

আরও পড়ুন: লঙ্কায় 2023 Asia Cup-এর আয়োজন নিয়ে তীব্র আপত্তি PCB-র, টুর্নামেন্ট বয়কটের ডাক

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ফিটনেস নিয়ে চিন্তার কথা উড়িয়ে দিয়ে শার্দুল বলেছেন, ‘আমাদের দলে অনেক অলরাউন্ডার রয়েছে। যেমন রাসেল, নারাইন। আমরা আট জন বোলারকে দিয়েও বল করাতে পারি। এর মধ্যে নীতীশ (রানা) রয়েছে, যে আজকাল এক-দু’ওভার বল দরকারের সময় করে দিচ্ছে। তাই দলের আমাকে সে ভাবে দরকার পড়ছে না।’

আরও পড়ুন: কোহলি এবং আরসিবি-র খারাপ সময়ে ফের খোঁচা নবীনের- ক্ষোভে ফেটে পড়লেন বিরাট ভক্তরা

চলতি আইপিএলে শার্দুল এখনও পর্যন্ত মোট ছ’টা ম্যাচের মধ্যে মাত্র ৮৯টি বল করেছেন। অর্থাৎ ১৪.৫ ওভার। চারটি উইকেট পেয়েছেন। দু’টি ম্যাচে খেললেও বল করেননি। বোর্ড তাঁকে কম বল করার কোনও নির্দেশ দিয়েছে কিনা, সেই প্রশ্ন উঠছে। তবে শার্দুল নিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ডিউক বলে প্রস্তুতি নিয়ে কোনও কথা বলেননি।

যে দু’টি ম্যাচে বল করেননি সেটা নিয়ে শার্দুল বলেছেন, ‘আমার হালকা চোট ছিল বলে কয়েকটা ম্যাচে খেলিনি। ফিরে আসার পর পুরোপুরি ফিট ছিল না বলে বল করিনি। এখন আমি পুরো ফিট। বল করার সুযোগ পেলে নিশ্চয়ই ভাল খেলার চেষ্টা করব।’

এর সঙ্গে শার্দুল যোগ করেছেন, ‘ম্যাচের পরিস্থিতির উপরেও অনেক কিছু নির্ভর করে। অধিনায়কই ঠিক করবে আমি বল করব কি না। দল যেটা ঠিক করবে সেটাই হবে। এর বাইরে কোনও কথায় আমি কান দেব না।’

বন্ধ করুন