বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > লখনউ ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হওয়ার দৌড়ে অ্যান্ডি ফ্লাওয়ার

লখনউ ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হওয়ার দৌড়ে অ্যান্ডি ফ্লাওয়ার

অ্যান্ডি ফ্লাওয়ার।

পঞ্জাব কিংস দলের হয়ে শেষ মরসুমে অধিনায়ক ছিলেন কেএল রাহুল। এই বছর তিনিও ইতিমধ্যেই পঞ্জাব কিংস ছেড়ে দিয়েছেন। তাঁরও নাকি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে অনেকেই মনে করছেন, রাহুলের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে ফ্লাওয়ারেরও লখনউতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।

শুভব্রত মুখার্জি: পঞ্জাব কিংসের কোচের পদ থেকে অনেক আগেই ইস্তফা দিয়েছিলেন। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়কের পরবর্তী গন্তব্য নিয়ে নানা জল্পনা চলছে। এই নিয়ে সংবাদমাধ্যমেও নানা খবর প্রকাশিত হচ্ছে। তবে সূত্রের খবর অনুযায়ী, এ বার আইপিএলের দল হিসেবে নবতম সংযোজন লখনউ ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার।

আইপিএল ২০২০ সালের আগে পঞ্জাব কিংসের কোচিং স্টাফ হিসেবে যোগ দিয়েছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। প্রধান কোচ অনিল কুম্বলের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। পঞ্জাব কিংস দলের হয়ে শেষ মরসুমে অধিনায়ক ছিলেন কেএল রাহুল। এই বছর তিনিও ইতিমধ্যেই পঞ্জাব কিংস ছেড়ে দিয়েছেন। তাঁরও নাকি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে অনেকেই মনে করছেন, লোকেশ রাহুলের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে ফ্লাওয়ারেরও লখনউতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।

লখনউ-এর তরফে অবশ্য জানানো হয়েছে, ‘কোচ হিসেবে তো গ্যারি কার্স্টেনের নামও আগে অনেকেই বলেছেন। তবে এই সবের কোন বাস্তবতা নেই।’ উল্লেখ্য ২০১০ সালে ফ্লাওয়ারের কোচিংয়ে ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপ জিতেছিল। তাঁর কোচিংয়ে টেস্টের ক্রমতালিকায় শীর্ষেও গিয়েছিল ইংল্যান্ড। পঞ্জাবের মালিকানাধীন সেন্ট লুসিয়া কিংসের কোচের দায়িত্বে থাকাকালীনও সাফল্যের মুখ দেখেছেন ফ্লাওয়ার। ফলে বলা যেতেই পারে, টি-২০ ফ্র্যা ঞ্চাইজি ক্রিকেটে পরীক্ষিত সফল কোচদের অন্যতম অ্যান্ডি ফ্লাওয়ার।

বন্ধ করুন