বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > WTC ফাইনালের জন্য টিম ইন্ডিয়ার ম্যানেজার হলেন অনিল প্যাটেল

WTC ফাইনালের জন্য টিম ইন্ডিয়ার ম্যানেজার হলেন অনিল প্যাটেল

অনিল প্যাটেল।

এই মুহূর্তে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারির দায়িত্বে রয়েছেন অনিল প্যাটেল। কেনিংটন ওভালে ৭-১১ জুন অনুষ্ঠিত হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ফাইনালেই ভারতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলাবেন অনিল প্যাটেল।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। জুন মাসের শুরুতে ইংল্যান্ডের মাটিতে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ৭ জুন থেকে ওভালে শুরু হবে মহারণ। ইতিমধ্যেই সেই ফাইনালের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই দলে দীর্ঘ দিন বাদে কামব্যাক করেছেন একদা দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের ম্যানেজারের নাম ঘোষণা করল বিসিসিআই। দায়িত্ব দেওয়া হল অনিল প্যাটেলকে।

আরও পড়ুন: রোহিতরা যাবেন নাকি কোহলিরা, ঠিক হবে রবিবার, আশা ক্ষীণ KKR, RR, PBKS-এর

এই মুহূর্তে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারির দায়িত্বে রয়েছেন অনিল প্যাটেল। কেনিংটন ওভালে ৭-১১ জুন অনুষ্ঠিত হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ফাইনালেই ভারতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলাবেন অনিল প্যাটেল। উল্লেখ্য, এইবারেই এই দায়িত্ব প্রথম বার নয় অনিলের। এর আগেও ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন তিনি। এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাঁর। একাধিক সফরে ভারতীয় দলের সঙ্গে থেকেছেন অনিল। ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি। ২০২০ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ম্যানেজারের দায়িত্ব সামলেছেন তিনি। ওই বছর ফাইনালে বাংলাদেশের কাছে ফাইনালে হারতে হয়েছিল ভারতকে।

আরও পড়ুন: জিততেই হবে, জ্বলে উঠলেন ফ্যাফ-কোহলি, ঘরের বাইরে সবচেয়ে বড় রান তাড়া করার নজির গড়ল RCB

বোর্ডের এক সূত্র মারফত জানানো হয়েছে, ‘অনিল প্যাটেল কিছু দিনের মধ্যেই দলের সঙ্গে ইংল্যান্ডে রওনা দেবেন। আইপিএলের প্লে-অফে যাওয়া দলের যে সব ক্রিকেটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে রয়েছে, তাদের বাদ দিয়ে বাকিদের নিয়ে তিনি রওনা দেবেন। আইপিএল শেষ হওয়ার পরপরেই তিনি রওনা দেবেন ওভালের উদ্দেশ্যে।’

গত বছরই প্রথম বার অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল ভারতীয় দল। সে বার তারা মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। দুর্ভাগ্যজনক ভাবে সেই ফাইনালে কেন উইলিয়ামসন, রস টেলররা হারিয়ে দেন ভারতকে। ফলে এবারের ফাইনাল জিততে যে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল মুখিয়ে থাকবে, তা সহজেই বলা যায়।

বন্ধ করুন