বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL-র ইতিহাসে নিজের সবথেকে খারাপ বোলিং স্পেল করে লজ্জার নজির গড়লেন আর্শদীপ সিং

IPL-র ইতিহাসে নিজের সবথেকে খারাপ বোলিং স্পেল করে লজ্জার নজির গড়লেন আর্শদীপ সিং

আর্শদীপ সিং (ছবি-PBKS Twitter)

এর ফলেই এক লজ্জার নজির গড়ে ফেললেন পঞ্জাব কিংসের বাঁহাতি পেসার আর্শদীপ সিং। তাঁর আইপিএল কেরিয়ারে সবথেকে খারাপ বোলিং স্পেল করার নজির গড়লেন তিনি। শুক্রবারের ম্যাচে আর্শদীপ সিং বল করলেন চার ওভার। দিলেন ৫৪ রান। পাশাপাশি নিয়েছেন একটি উইকেট।

শুভব্রত মুখার্জি: শুক্রবার রাতে চলতি আইপিএলের ৩৮ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস এবং কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে এক হাই স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকলেন দর্শকরা। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে এ দিন দুই দলের বোলারদের কপালেই জুটল বেদম পিটুনি। বিশেষ করে পঞ্জাব কিংসের বোলারদের বেদম ঠ্যাঙানি খেতে হল কাইল মায়ের্স, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরানদের হাতে। আর এর ফলেই এক লজ্জার নজির গড়ে ফেললেন পঞ্জাব কিংসের বাঁহাতি পেসার আর্শদীপ সিং। তাঁর আইপিএল কেরিয়ারে সবথেকে খারাপ বোলিং স্পেল করার নজির গড়লেন তিনি।

আরও পড়ুন… বাটলার বা সঞ্জু নয়, ধোনির গলায় শোনা গেল রাজস্থানের এই দুই তরুণ তারকার প্রশংসা

শুক্রবারের ম্যাচে আর্শদীপ সিং বল করলেন চার ওভার। দিলেন ৫৪ রান। পাশাপাশি নিয়েছেন একটি উইকেট। লখনউয়ের বিরুদ্ধে তাঁর এই বোলিং পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁর আইপিএলের কেরিয়ারের সবথেকে খারাপ বোলিং পারফরম্যান্স। কাকাতলীয়ভাবে আর্শদীপের এর আগের খারাপ বোলিং পারফরম্যান্সের নজিরও রয়েছে চলতি আইপিএল -এই। ২০২৩ সালের ৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন তিনি। সেবার ম্যাচে চার ওভার বল করে ৪৭ রান দিয়ে নিয়েছিলেন দুটি উইকেট। অর্থাৎ ২৩ দিনের মাথাতেই সেই নজিরও ভেঙে দিলেন তিনি।

আরও পড়ুন… আশা করেছিলাম ২০২২-র বার্মিংহাম টেস্টে রোহিতের জায়গায় কোহলি নেতৃত্ব সামলাবেন- রবি শাস্ত্রী

প্রসঙ্গত চলতি আইপিএলে আর্শদীপের পারফরম্যান্স একেবারেই ধারাবাহিক নয়। একদিকে যেমন রয়েছে মু্ম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে দুরন্ত পারফরম্যান্স তেমন রয়েছে রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জঘন্য পারফরম্যান্সও। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে তিনি দুই দুইবার ২৪ লক্ষ টাকা দামের স্ট্যাম্প শেষ ওভারে ভেঙে দিয়েছিলেন। আর সেই তিনিই যেন শুক্রবার রাতে কোন লাইন এবং লেন্থে বল করবেন তাই ভেবে পাচ্ছিলেন না। এদিনের ম্যাচে লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে ২৫৭ রান করে। ওপেনার কাইল মায়ের্স ২৪ বলে ৫৪, আয়ুষ বাদোনি ২৪ বলে ৪৩, মার্কাস স্টোইনিস ৪০ বলে ৭২ এবং নিকোলাস পুরান ১৯ বলে ৪৫ রান করেন। জবাবে ২০১ রানেই অলআউট হয়ে যায় পঞ্জাব। অথর্ব টাইডে ৩৬ বলে ৬৬ এবং সিকন্দর রাজা ২২ বলে ৩৬ রান করে লড়াই করার চেষ্টা চালালেও জয় ছিনিয়ে নিতে পারেননি তারা। ফলে ৫৬ রানের ব্যবধানে জয়ী হয় কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন