২ মে ধর্মতলার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠান হবে অরুণ লালের দ্বিতীয় বিয়ে। ৬৬ বছরের পাত্র প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণ লালের পাত্রী ৩৭ বছরের বুলবুল। ইতিমধ্যে অতিথিদের তালিকা তৈরি হয়ে অনেকের কাছেই আমন্ত্রণ পৌঁছে গিয়েছে। এই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটের বেশ কয়েকজন প্রাক্তন তারকা। সূত্রের খবর, রবি শাস্ত্রী সহ অরুণ লালের বিয়েতে উপস্থিত থাকতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
অরুণ লালের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন অরুণ লাল। প্রথম স্ত্রী লালজীর সঙ্গেই থাকেন। তবে তাঁদের মধ্যে আইন মেনে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। ইতিমধ্যেই নতুন জীবনের শুরু করার আগেই অরুণ লালকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। সূত্রের খবর, অনুষ্ঠানের দিন বিকেলে কলকাতায় আসতে পারেন শাস্ত্রী।
সূত্রের খবর, মাসখানেক আগেই অরুণ লাল এবং বুলবুলের মধ্যে এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এ বার সামাজিক বিয়ের পালা। দীর্ঘদিন ধরেই বুলবুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা। বছর দুয়েক আগে রঞ্জি ফাইনালে বাংলা দলের কোচ অরুণ লালের সঙ্গে সৌরাষ্ট্রে গিয়েছিলেন বুলবুল। এবার সেই সম্পর্কই পরিণতি পেতে চলেছে। শুভ অনুষ্ঠানে মনোজ তিওয়ারি সহ বেশ কয়েকজন ক্রিকেটার অনুষ্ঠানে থাকতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ কয়েকজন কর্তার অরুণ লালের বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলা দলের সহকারি কোচ সৌরাশিস লাহিড়ী অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।