বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023 Final: প্রতিপক্ষের কোচও চেন্নাইয়ের, ধারাভাষ্যকাররাও চেন্নাইয়ের, ফাইনালের মঞ্চে CSK-র রিইউনিয়ন- ভিডিয়ো

IPL 2023 Final: প্রতিপক্ষের কোচও চেন্নাইয়ের, ধারাভাষ্যকাররাও চেন্নাইয়ের, ফাইনালের মঞ্চে CSK-র রিইউনিয়ন- ভিডিয়ো

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিএসকের প্রাক্তনীরা। ছবি- টুইটার।

CSK vs GT IPL 2023 Final: চেন্নাই সুপার কিংসের বর্তমান ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে হাসি-ঠাট্টায় যোগ দেন তাদের প্রাক্তনীরাও, যাঁদের মধ্যে ছিলেন গুজরাট টাইটানস কোচ আশিস নেহরাও। সিএসকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো।

ঠিক যেন পুনর্মিলন অনুষ্ঠান। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ফাইনালের আগে চেন্নাই সুপার কিংসের প্রাক্তনীরা মিলেমিশে একাকার হয়ে গেলেন বর্তমান ক্রিকেটারদের সঙ্গে। চলল বিস্তর হুল্লোড়। হাসি-ঠাট্টা, আলিঙ্গনের এক দুর্লভ ভিডিয়ো সিএসকে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।

আসলে আইপিএল ফাইনালের জন্য যাঁরা আমদাবাদে উপস্থিত রয়েছেন, বর্তমানে সুপার কিংস শিবিরের শরিক না হলেও অতীতে তাঁদের অনেকেই সিএসকের সেনানি ছিলেন। প্রতিপক্ষ দল গুজরাট টাইটানসের হেড কোচ আশিস নেহরা নিজে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছেন। ধারাভাষ্যকারের ভূমিকা পালন করা সুরেশ রায়না, ম্যাথিউ হেডেনরা দীর্ঘদিন চেন্নাইয়ের জার্সি গায়ে চাপিয়েছেন।

নেহরা সিএসেকর হয়ে ২০টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৩০টি উইকেট। রায়না চেন্নাই সুপার কিংসের সর্বকালের সেরাদের একজন। চেন্নাইের হয়ে ১৭৬টি ম্যাচে মাঠে নেমে রায়না ৪৬৮৭ রান সংগ্রহ করেছেন। সুরেশ এই মুহূর্তে আইপিএলের ধারাভাষ্য দিতে ব্যস্ত। নেহরা ও রায়না, উভয়েই চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়েন ব্র্যাভোর সঙ্গে মস্করায় মেতে ওঠেন। তাঁদের সঙ্গে যোগ দেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং ও প্রাক্তন অজি তারকা তথা সিএসকের প্রাক্তনী ম্যাথিউ হেডেন।

আরও পড়ুন:- ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় রান-আউট জিম্বাবোয়ের তারকা, IPL থেকে ফিরেই বল হাতে পাকিস্তানকে হারালেন সিকন্দর রাজা

সুরেশ রায়না সঙ্গত কারণেই আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের হয়ে বাজি ধরছেন। তিনি বলেন, ‘চেন্নাই কীভাবে ফাইনালে উঠেছে দেখুন একবার। ১৪টি মরশুমে মাঠে নেমে ১০ বার ফাইনাল খেলছে। আমার মতে এটা অসাধারণ কৃতিত্ব। এমএস ধোনি সব কিছু সহজ সরল করে রাখে। ওর কৃতিত্ব প্রাপ্য। রুতুরাজ গায়কোয়াড় আমাকে জানায় যে, ওরা ধোনির জন্যই এবছর খেতাব জিততে চায়। সারা ভারত ধোনির হাতে ট্রফি দেখতে চায়।’

আরও পড়ুন:- IPL অভিযান শেষ হতে না হতেই সুখবর, WTC ফাইনালের আগে জাতীয় দলে যোগ দিচ্ছেন যশস্বী- রিপোর্ট

রায়না আরও বলেন, ‘যা দেখতে পাচ্ছি, এই মাঠে চেন্নাইকে হারানো সহজ হবে না। ও যা ছুঁয়েছে, সোনায় পরিণত হয়েছে। সেকারণেই ওর নাম মহেন্দ্র সিং ধোনি।’

উল্লেখ্য, চেন্নাই লিগ পর্বে ১৪টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচে জয় তুলে নেয়। তাদের ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকেন মহেন্দ্র সিং ধোনিরা। সেই সুবাদে সিএসকে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামার সুযোগ পেয়ে যায়। পরে চিপকের প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসকে হারিয়ে আইপিএল ২০২৩-এর ফাইনালে ওঠে চেন্নাই সুপার কিংস। এই নিয়ে মোট ১০ বার তারা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাবি লড়াইয়ে মাঠে নামার যোগ্যতা অর্জন করে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.