২৮ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটলসের ম্যাচে অশ্বিনের সঙ্গে মর্গ্যানের যে বিতর্ক হয়েছিল তা নিয়ে নেটিজেনদের মধ্যে দারুণ উৎসাহ দেখা গিয়েছিল। সকলেই জানতে চাইছিলেন কে ঠিক, কে ভুল। এমন সময় এই বিষয়ে নিজেদের মত জানিয়েছিলেন গৌতম গম্ভীর, ইরফান পাঠান ও অজিত আগরকর। ঘটনার সূত্রপাত হয়েছিল চলতি আইপিএল-এর কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটলস ম্যাচে। ম্যাচের একটা সময় দিল্লির অশ্বিন কলকাতার অধিনায়ক মর্গ্যানের সঙ্গে বিতর্কে জড়িয়ে যান। তাদের শরীরি ভাষা নিয়ে অনেকেই নিজেদের মত জানান। কেউ অশ্বিনকে সমর্থন করেন, তো কেউ আবার তার এই ব্যবহারকে মানতে পারেননি। যেমন অশ্বিনের পাশে দাঁড়িয়ে প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর বলেছেন, অশ্বিন যা করেছে সেটা নিয়মের মধ্যে থেকেই করেছেন।
গম্ভির জানান, ‘আমি রবিচন্দ্রন অশ্বিনকে শতভাগ সমর্থন করি। তিনি যা করেছিলেন তা নিয়মের মধ্যেই ছিল। সে কোন ভুল করেনি। এবং এমন অনেক লোক আছেন যারা এতে ঝাঁপিয়ে পড়ছেন, তাদের এর সাথে কিছুই করার নেই। সম্ভবত কিছু সোশ্যাল মিডিয়া ফলোয়ার বাড়াতে বা কোথাও কিছুর সঙ্গে যুক্ত থাকার জন্যই মানুষ এ বিষয়ে কথা বলে। এটার কোনও অর্থ নেই আর অশ্বিন একদমই সঠিক।’
ইরফান পাঠান আবার ২০১৯ সালের বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়ে অশ্বিনের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘মানুষ তাদের নিজস্ব সুবিধার জন্য গেম স্পিরিট শব্দটি ব্যবহার করে। ২০১৯ বিশ্বকাপের কথা মনে আছে? আপনার যদি নিয়মের সাথে সমস্যা থাকে, নিয়মটি পরিবর্তন করুন, এমনকি রান-আউট ইস্যুতেও, আমি এটি অন্যভাবে করব, কিন্তু অশ্বিন অবশ্যই নিয়মের মধ্যেই ছিলেন। অশ্বিনের অবশ্যই নিজেকে সমর্থন করা উচিত এবং আমরা সবাই তাকে সমর্থন করব।’
টিম সাউদি ও ইয়ন মর্গ্যানের সঙ্গে অশ্বিনের এই লড়াইয়ে ভারতীয় বোলারের পাশে দাঁড়িয়েছেন অজিত আগরকরও। তাঁর যুক্তি কোনও ভুল করেননি অশ্বিন। ক্রিকেটের নিয়ম মেনেই সবটাই করেছেন তিনি। মাঠের ভিতরের বিতর্কে নিজেদের মন্তব্য করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিন প্রাক্তন।