বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > আইপিএলের ১৪তম সংস্করণের শেষে জেনে নিন কার ঝুলিতে গেল কোন পুরস্কার !

আইপিএলের ১৪তম সংস্করণের শেষে জেনে নিন কার ঝুলিতে গেল কোন পুরস্কার !

২০২১ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দৃশ্য (ছবি:আইপিএল)

করোনার কারণে প্রথম পর্ব ভারতে এবং দ্বিতীয় পর্ব আমিরশাহিতে অনুষ্ঠিত হয়। আইপিএলে ব্যাট, বল বা ফিল্ডিংয়ে বেশ কিছু অনবদ্য মুহূর্ত উপহার দিয়েছে এই বছরের প্রতিযোগিতা। আসুন একনজরে দেখে নিন এই বছরের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কারজয়ীদের।

শুভব্রত মুখার্জি: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চেন্নাইয়ের 'ইয়েলো আর্মি' অর্থাৎ হলুদ যোদ্ধারা তাদের ইতিহাসে চতুর্থ আইপিএলের শিরোপা জিতল। কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে ফাইনাল কার্যত হেসেখেলে জিতেছে ধোনি বাহিনী। ব্যাটিং হোক বা বোলিং কোনও বিভাগেই কলকাতা কার্যত তাদের কোন লড়াই দিতে পারেনি। চেন্নাই শিবির মর্গ্যানদের বিরুদ্ধে চ্যাম্পিয়নের মতো খেলেই শিরোপা জিতল।

এই বছরের আইপিএল বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও বিরল হয়ে থাকবে। কারণ প্রথমবার দুটি পর্বে আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। করোনার কারণে প্রথম পর্ব ভারতে এবং দ্বিতীয় পর্ব আমিরশাহিতে অনুষ্ঠিত হয়। আইপিএলে ব্যাট, বল বা ফিল্ডিংয়ে বেশ কিছু অনবদ্য মুহূর্ত উপহার দিয়েছে এই বছরের প্রতিযোগিতা। আসুন একনজরে দেখে নিন এই বছরের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কারজয়ীদের।

১) জয়ী দল:- চেন্নাই সুপার কিংস

২) রানার্স দল:- কলকাতা নাইট রাইডার্স

৩) অরেঞ্জ ক্যাপ :- রুতুরাজ গায়কোয়াড় (সিএসকে)

৪) পার্পেল ক্যাপ :- হর্ষল প্যাটেল (আরসিবি)

৫) এমার্জিং ক্রিকেটার :- রুতুরাজ গায়কোয়াড়(সিএসকে)

৬) ফেয়ার প্লে : রাজস্থান রয়্যালস

৭) মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার :- হর্ষল প্যাটেল (আরসিবি)

৮) গেমচেঞ্জার অফ দ্য সিজন :- হর্ষল প্যাটেল (আরসিবি)

৯) সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন :- সিমরন হেটমায়ার (দিল্লি)

১০) মরশুমে সবথেকে বেশি ছয় :- কেএল রাহুল (পঞ্জাব)

১১) পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন :- বেঙ্কটেশ আইয়ার (কেকেআর)

১২) পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন :- রবি বিষ্ণোই (পঞ্জাব)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন