বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > PBKS vs RR: সিজনের শুরুতে ভেবেছিলাম পারব না, ম্যাচ জিতিয়ে সংগ্রামের কথা বললেন দেবদূত পাডিক্কাল

PBKS vs RR: সিজনের শুরুতে ভেবেছিলাম পারব না, ম্যাচ জিতিয়ে সংগ্রামের কথা বললেন দেবদূত পাডিক্কাল

অর্ধশতরানের পর দেবদত্ত পাডিক্কাল। ছবি-এএফপি (AFP)

মরশুমের শুরুতে একেবারেই ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেননি দেবদূত পাডিক্কাল। স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েন তিনি। এবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে দলকে জিতিয়ে সেই সংগ্রামের কথা বললেন এই তরুণ।

শুক্রবার আইপিএলে মুখোমুখি হয় পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। ধরমশালায় প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রা্ন তোলে পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ২ বল হাতে থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস। ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় সঞ্জু স্যামসনের দল। আর এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে টুর্নামেন্টে টিকে রইল রাজস্থান। অন্যদিকে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিশ্চিত করল পঞ্জাব কিংস।

এবারের আইপিএল মরশুমটা মোটেই খুব একটা ভালো যায়নি শিখর ধাওয়ানদের জন্য। ম্যাচ শেষে হতাশার ছবি স্পষ্ট হয়েছে। তবে এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন রাজস্থান রয়্যালসের ব্যাটার দেবদূত পাডিক্কালের। এবারের আইপিএলে সেই ভাবে ধারাবাহিক পারফরম্যান্স করতে একেবারেই দেখা যাচ্ছে না তরুণ এই ব্যাটারকে। কিন্তু পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩০ বলে ৫১ রানের ইনিংস খেললেন দেবদূত। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৫টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

তবে রান না পাওয়ায় বেশ কিছুটা হলেও হতাশ ছিলেন এই ব্যাটার। দলকে জেতানোর কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দেবদূত। ম্যাচ শেষে তিনি জানান, 'নেট সেশন ছাড়াও আমি বলগুলি মারতে পেরেছি। মরশুমের শুরুতে আমি খুব ভালো শট খেলেছি। কিন্তু সেই ধারাবাহিকতা দেখা পারিনি। যখন প্রত্যেকটি ম্যাচে দল তোমাকে দলে নেয়। তখন তুমি অবশ্যই চাইবে দলকে জেতাতে। কিন্তু কোথাও গিয়ে সেটা একেবারেই হচ্ছিল না। অবশেষে পঞ্জাবের বিরুদ্ধে আমি করতে পেরেছি। দলকে জেতাতে পেরে সত্যি খুব ভালো লাগছে।'

পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নামেন দেবদত্ত। তবে তিনি দলের প্রয়োজনে যে কোনও জায়গাতেই নামতে প্রস্তুত বলে জানান এই ব্যাটার। রাজস্থানের এই তরুণ ব্যাটার বলেন, 'এই মরশুমে আমি বেশির ভাগ তিন নম্বরে ব্যাট করেছি। তবে আমার কাছে একেবারেই প্রাধান্য পায় না কোথায় আমি ব্যাট করছি। কারণ আমি শিখছি। আরও শিখতে চাই। তবে এই মরশুমের শুরুতে আমি কিছুটা চাপে ছিলাম। কারণ সেই ভাবে রান পাচ্ছিলাম না। ভােবেছিলাম পারব না। হাল ছেড়ে দিইনি। তবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য।'

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন