বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs GT: অভিষেক ম্যাচেই ২টি ওভার বাউন্ডারি, প্রতিপক্ষের রক্তচাপ বাড়ালেন চন্দননগরের ছেলে

DC vs GT: অভিষেক ম্যাচেই ২টি ওভার বাউন্ডারি, প্রতিপক্ষের রক্তচাপ বাড়ালেন চন্দননগরের ছেলে

অভিষেক পোড়েল। ছবি- টুইটার 

অভিষেক ম্যাচেই ব্যাট হাতে নজর কাড়লেন বাংলার ক্রিকেটার। সেই সঙ্গে বিপক্ষ দলগুলির রক্তচাপ বাড়িয়ে রাখলেন অভিষেক পোড়েল। 

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্ত। ওডিআই বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। তবে পন্ত ছিটকে যাওয়ায় সমস্যায় পড়েছে দিল্লি ক্যাটালসও। পন্ত আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরই বিকল্প খুঁজতে আসরে নেমে পড়ে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।

প্রথমত, দিল্লি দলের অধিনায়কত্ব কে করবেন? তা নিয়ে বেজায় চাপে থাকে দিল্লি টিম ম্যানেজমেন্ট। অবশেষে অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারকে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। কিন্তু উইকেটের পিছনে দাঁড়াবেন কে? বিকল্প খুঁজতে থাকে ফ্র্যাঞ্চাইজি। তখনই নজরে চলে আসেন বাংলার তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েল। গত মরশুমে বাংলার জার্সি গায়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেন পোড়েল।

ফলে দিল্লির প্রাক মরশুম প্রস্তুতি শিবির যখন কলকাতায় চলে, তখন একাধিকবার মাঠে দেখা যায় পোড়েলকে। ট্রায়ালে থাকার পরই, আন্দাজ করা গিয়েছিল, দিল্লি দলের এই বঙ্গ তরুণকে দেখা যেতে চলেছে। ঠিক তেমনটাই হল। আইপিএল শুরুর ঠিক কয়েকদিন আগে পোড়েলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

তবে মরশুমের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পোড়েলকে দলে নেয়নি দিল্লি। উইকেটরক্ষকের ভূমিকা পালন করেন সরফরাজ খান। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সুযোগ পান অভিষেক। গুজরাটের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হল তাঁর। শুধু তাই নয়, প্রথম ম্যাচেই নজর কাড়লেন বাংলার উইকেটরক্ষক ব্যাটার।

বড় রান না করলেও তিনি কিছুটা হলেও বিপক্ষ দলগুলিকে আভাস দিয়ে রাখলেন। তিনি যে লম্বা রেসের ঘোরা সেটা হালকা করে হলেও বুঝিয়ে দিলেন পোড়েল। গুজরাটের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ১১ বলে ২০ রান করলেন। মারলেন দুটি ওভার বাউন্ডারি। অবশ্য রশিদ খানের বলে বোল্ড হয়ে যান পোড়েল। কিন্তু সে যাই হোক না কেন, এটা স্পষ্ট, পোড়েল আরও একটু সুযোগ পেলেই নিজের জাত চেনাবেন।

সবে মাত্র প্রথম ম্যাচ, অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি। তবে প্রথম ম্যাচেই এই রুদ্ধশ্বাস ইনিংস যা দিল্লি দলকেও স্বস্তি দিল বলা চলে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আচোলনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.