বিরাট কোহলির অন্ধ ভক্ত তিনি। আর এ বার আইপিএলে বিরাটের দলেই খেলার সুযোগ পেয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন তিনি। একটি জার্সিতে বিরাটের অটোগ্রাফ নিয়েছিলেন আজহার। আর সেই জার্সিটাই এ বার বাধিয়ে রাখতে চান বলে জানিয়েছেন ২৭ বছরের এই ক্রিকেটার।
ইসন্টাগ্রামে তিনি একটি ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি জার্সিতে বিরাটের অটোগ্রাফ নিচ্ছেন আজহার। এই ছবির ক্যাপশনে লেখা, ‘আমি এই জার্সিটা বাধিয়ে রাখতে চাই’। এর আগেও বিরাট এবং অনুষ্কা শর্মার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন আজহার।
এই বছর আরসিবি তাঁকে নিলেও অভিষেক হয়নি আজহারের। তার আগেই করোনার জেরে আইপিএল-ই স্থগিত হয়ে যায়। এটা বড় আফসোস মহম্মদ আজহারউদ্দিনের।
৯ এপ্রিল থেকে আইপিএল শুরু হয়েছিল। কিন্তু ৪ মে বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টিমগুলির ক্রিকেটার, কোচেরা একের পর এক করোনায় আক্রান্ত হতে শুরু করে। তাও জৈব সুরক্ষা বলয় থাকার পরেও। স্বভাবতই কোনও রকম ঝুঁকি না নিয়ে আইপিএল বন্ধ করে দেয় বিসিসিআই।
আবার কবে আইপিএল করা সম্ভব হবে, সেটা নিয়ে এখনও সংশয় রয়েছে। অনেক উদীয়মান ক্রিকেটারই আইপিএলে সুযোগের অপেক্ষায় ছিলেন। নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা। কিন্তু করোনার জেরে এ বার আইপিএল-টাই ভেস্তে গেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।