বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > 'পেজের রিচ বাড়ানোর জন্যই শুধু শাকিবকে দলে নিয়েছে KKR', রেগে আগুন বাংলাদেশিরা

'পেজের রিচ বাড়ানোর জন্যই শুধু শাকিবকে দলে নিয়েছে KKR', রেগে আগুন বাংলাদেশিরা

কেকেআরের নয়া বিজ্ঞাপনে শাকিব। (ছবি সৌজন্য ভিডিয়ো) 

টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার। অথচ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না শাকিব আল হাসান।

টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার। অথচ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না শাকিব আল হাসান। তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। দাবি করবেন, স্রেফ ব্যবসায়িক কারণে শাকিবকে দলে নিয়েছে কেকেআর।

বৃহস্পতিবার দুপুরে কেকেআরের ফেসবুক পেজে একটি বৈদ্যুতিক তার প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপন পোস্ট করা হয়। তাতে ছিলেন শাকিব, ভেঙ্কটেশ আইয়ার এবং প্রসিধ কৃষ্ণা। প্রথম একাদশে সুযোগ না পেলেও শাকিবকে বিজ্ঞাপনে রাখায় ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এক নেটিজেন দাবি করেন, ‘কেকেআরের (ফেসবুক) পেজের রিচ বাড়ানোর জন্য শাকিবকে নেওয়া হয়েছে। খেলানোর জন্য নয়।’ অপর এক নেটিজেন বলেন, ‘শাকিবকে দিয়ে শুধু এগুলোই করাবে। খেলায় নেবে না।’ একইসুরে 'শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আছেন শাকিব আল হাসান। কেন তাঁকে প্রথম একাদশে রাখছেন না আপনারা? কেন শাকিবকে খেলাচ্ছেন না?'

এমনিতে এবার আইপিএলে নিলামে নিজেদের ‘লাকি চার্ম’ শাকিবকে দলে নিয়েছে কেকেআর। চতুর্থ বিদেশি হিসেবে নারিনের সঙ্গে তাঁর মূলত লড়াই ছিল। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে বাংলাদেশি তারকাকে প্রথম একাদশেও রেখেছিল নাইট ব্রিগেড। তাতে অবশ্য শাকিবের তেমন আহামরি পারফরম্যান্স ছিল না। তিন ম্যাচে করেছেন মাত্র ৩৮ রান। স্ট্রাইক রেট ৯৭.৪৩। বল হাতেও সেভাবে দাপট দেখাতে পারেননি শাকিব। তিন ম্যাচে নিয়েছিলেন মাত্র তিনটি উইকেট। গড় ৪০.৫০। ইকোনমি রেট ৮.১। তার জেরে চতুর্থ ম্যাচ থেকে বাদ পড়েন শাকিব। অনেকে আশা করেছিলেন, সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্যায়ে আবারও দলে ফিরবেন তিনি। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুরন্ত বোলিংয়ের কারণে শাকিবের আগে নারিনকে সুযোগ দেয় কেকেআর। যে ভরসার মর্যাদাও রেখেছেন নারিন। ফলে কঠিন হয়েছে শাকিবের প্রথম একাদশে প্রত্যাবর্তনের রাস্তা। এমনকী আন্দ্রে রাসেল ফিটনেস পরীক্ষা পাশ না করার পরেও প্রথম একাদশে সুযোগ পাননি শাকিব। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুযোগ পান টিম সাউদি। তাতে ক্ষোভের মাত্রা আরও বেড়েছে।

যদিও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের একাংশের মতে, কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের পরিবর্তে শাকিবকে খেলানো হোক। তাঁরা মর্গ্যান এবং শাকিবের পারফরম্যান্সের তুলনাও করেছেন।  ১১ ম্যাচে মাত্র ১০৭ রান করেছেন মর্গ্যান। স্ট্রাইক রেট ১৪৪.৮২। সেই পরিস্থিতিতে মর্গ্যানের পরিবর্তে শাকিবকে প্রথম একাদশে নেওয়ার দাবিও উঠেছে। পালটা অবশ্য অনেকের বক্তব্য, শাকিব আপাতত তেমন ফর্মে নেই। তাই যুক্তিসংগত কারণেই তাঁকে প্রথম একাদশে রাখা হচ্ছে না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

CAA-র জন্য যোগ্যতা সার্টিফিকেট কীভাবে পাবেন? রিপোর্টে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.