বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: রাসেলের সঙ্গে ব্যাট করলে আউটের চিন্তা কম থাকে, স্পষ্ট কথা KKR ক্যাপ্টেনের

IPL 2023: রাসেলের সঙ্গে ব্যাট করলে আউটের চিন্তা কম থাকে, স্পষ্ট কথা KKR ক্যাপ্টেনের

নীতীশ রানা ও আন্দ্রে রাসেল। ছবি- টুইটার

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই মরশুমেও আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে ধারাবাহিক ফর্মে দেখা যায়নি। তবে রাসেলের সঙ্গে ব্যাট করতে স্বাচ্ছন্দ বোধ করেন নাইট অধিনায়ক। এমনটাই জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। অধিনায়ক পরিবর্তন হলেও এই দুই ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার কথা ভাবেনি কেকেআর টিম ম্যানেজমেন্ট। তবে এই দুই ক্যারিবিয়ান তারকাই গত মরশুম থেকে একেবারেই ফর্মে নেই। মাঝের দুই একটা ম্যাচ ছাড়া তেমন কিছু করতে পারেননি। কিন্তু তারপরও তাদেরকে দলে রেখেছে কেকেআর।

এই মরশুমেও যে এই দুই তারকা ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা একেবারেই বলা যাবে না। কয়েকটি ম্যাচ বাদে অফ ফর্মে ছিলেন তারা। কিন্তু তারপরও সতীর্থদের পাশে পেয়েছেন নারিন এবং রাসেল। এবার অধিনায়ক নীতীশ রানাও পাশে দাঁড়ালেন। এই মরশুমে কলকাতার অধিনায়ক নীতীশ রানা সম্প্রতি জানান, আন্দ্রে রাসেলের সঙ্গে ব্যাট করা অনেক সহজ। সেই সুবিধা পায় অন্য ব্যাটাররাও।

এই বছর কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং এবং বোলিং কোনটাই সেই ভাবে থিতু হতে পারেনি। রিঙ্কু সিংয়ের মতো তারকা ক্রিকেটার তারা তৈরি করতে পারলেও বাকিরা নিজেদের সেরা ছন্দে থাকেনি। একা রিঙ্কুর পক্ষে কলকাতাকে প্রথম চারে তোলা সম্ভব ছিল না। ১৪ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের ৭ নম্বর স্থানে মরশুম শেষ করেছে নাইট বাহিনী। তাদের প্লে-অফে পৌঁছতে গেলে শেষের চারটির মধ্যে চারটি ম্যাচে জিততে হত। কিন্তু তারা দুইটি ম্যাচ হেরে যায়।

ইডেনে লখনউ সুপার জায়ান্টস নীতীশ রানাদের হারিয়ে প্লে-অফে পৌঁছে যায়। কিন্তু নজর কাড়ে রিঙ্কু সিংয়ের ব্যাট। অন্যদিকে শাহরুখ খানের দলের অন্যতম তারকা ব্যাটার আন্দ্রে রাসেল এই বছর নিজের ফর্মে ছিলেন না। অধিকাংশ ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। তবে তাঁর বিষয়ে কথা বলতে গিয়ে কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক রানা বলেন, 'রাসেলের সঙ্গে ব্যাট করার একটা সুবিধা আছে। ওর সঙ্গে পিচে থাকলে বিপক্ষ দল ওকেই আউট করার কথা বেশি ভাবে। এর সঙ্গে রানরেট নিয়েও চিন্তা করতে হয় না। ওটা রাসেল ঠিক নিজের মতো করে সামলে নেয়।'

কলকাতা নাইট রাইডার্স দু'বার চ্যাম্পিয়ন হলেও অনেক বছর ধরে ট্রফি নেই তাদের ঘরে। পরের বছর আইপিএলে সেই ট্রফির খড়া কাটাতে টিম ম্যানেজমেন্ট কী পদক্ষেপ নেয় তা দেখার বিষয়। আপাতত এক বছরের অপেক্ষা। নিজেদের ভুল-ত্রুটি সামলে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.