খেলার মর্যাদা নষ্ট করেছে গম্ভীর, বিরাট ও নবীন, ম্যাচের পর তিনজনকেই শাস্তি দিল বিসিসিআই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল-এর মর্যাদা নষ্ট করার কাজটি করেছেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যান বিরাট কোহলি এবং লখনউ দলের ফাস্ট বোলার নবীন-উল-হক। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এবং আইপিএলের আয়োজক কমিটি এই তিনজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। গম্ভীর, বিরাট ও নবীনের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি ও ভারতীয় ক্রিকেট বোর্ড। এই তিনজনকেই জরিমানা করেছে বিসিসিআই।
আরও পড়ুন… রোহিতের ঘুম কেড়েছি, এবার আনন্দের রসদ দিলাম- টিম ডেভিড
আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ মেন্টর গৌতম গম্ভীরকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। আরসিবি ব্যাটসম্যান বিরাট কোহলিরও ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে। এছাড়া ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হবে নবীন-উল-হককে। ম্যাচের কয়েক ঘণ্টা পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে নবীন এবং বিরাটের মধ্যে মারামারি এবং তারপর গম্ভীর এবং বিরাটের মধ্যে কথা কাটাকাটি হয়, যার পরেই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন… যশস্বী যে লম্বা রেসের ঘোড়া, একটা কথাতেই বুঝিয়ে দিলেন সাঙ্গাকারা
গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা 2.21-এর লেভেল 2 অপরাধ স্বীকার করেছেন, যখন নবীন-উল-হক আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা 2.21-এর লেভেল 1 অপরাধ স্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে এই নিয়ে আর কোনও শুনানি হবে না। ম্যাচ রেফারি এ নিয়ে বোর্ডের কাছে অভিযোগ করেছিলেন। আর্টিকেল 2.21-এ বলা হয়েছিল যে যে আচরণ গেমের অসম্মান বয়ে আনে তা শাস্তিযোগ্য হবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই ম্যাচের কথা বলতে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আরসিবি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করেছিল। যা খুব বেশি মনে হয়নি, তবে পিচের নিরিখে এই স্কোরটি ভালোই ছিল। শেষ পর্যন্ত সেটাই দেখা গেল। স্বাগতিক লখনউ সুপার জায়ান্টস ১৯.৫ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় এবং ম্যাচটি ১৮ রানের ব্যবধানে হেরে যায় লখনউ। ম্যাচ সেরা হন ফ্যাফ ডু প্লেসি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।