বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: IPL আসবে-যাবে, আগে WTC ফাইনাল ও ODI বিশ্বকাপ, বোলারদের নিয়ে কড়া বার্তা BCCI-র

IPL 2023: IPL আসবে-যাবে, আগে WTC ফাইনাল ও ODI বিশ্বকাপ, বোলারদের নিয়ে কড়া বার্তা BCCI-র

মহম্মদ শামি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

আইপিএল শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ নির্দেশিকায় চাপে পড়ে গেল আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিগুলি। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। 

আইপিএলের দামামা বেজে গিয়েছে। আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। আর টুর্নামেন্ট শুরুর আগে কিছুটা হলেও চাপে পড়ে গেল ফ্র্যাঞ্চাইজিগুলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা বোলারদের উপর যাতে বেশি চাপ না দেওয়া হয়, সেই নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ঠিক তারপরই চলতি বছরের শেষের দিকে ওডিআই বিশ্বকাপ। এই দুই বড় টুর্নামেন্টের আগে যাতে কোনও বোলার চোট-আঘাতের মধ্যে না পড়েন, সেজন্য এই উদ্যোগ নিয়েছে বিসিসিআই। সম্প্রতি আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির ফিজিয়োর সঙ্গে কথা বলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিয়ো নীতিন প্যাটেল ও ভারতীয় দলের ফিজিয়ো সোহম দেশাই। সেই বৈঠকেই সব ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ দেওয়া হয়।

ক্রিকেটারদের চোট আঘাত নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনও ফিট হয়ে মাঠে ফিরতে পারেননি জসপ্রীত বুমরাহ। আইপিএল থেকেও ছিটকে গিয়েছেন তিনি। কবে মাঠে ফিরবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। কিছুদিন আগেই চোট কাটিয়ে মাঠে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। তাঁর মাঠে ফিরতেও বেশ কয়েক মাস সময় লেগেছে। তার উপর চিন্তা বাড়িয়েছে শ্রেয়স আইয়ারের চোট। সবমিলিয়ে আইপিএল চলাকালীন যাতে কোনও ক্রিকেটারের চোট না লাগে সেই দিকে নজর দিচ্ছে বিসিসিআই।

১২ জন ক্রিকেটারের উপর বিশেষ নজর দিচ্ছে বিসিসিআই। তাঁরা হলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ, গুজরাট টাইটানসের মহম্মদ শামি, চেন্নাই সুপার কিংসের দীপক চাহার, কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব ও শার্দুল ঠাকুর, দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল, রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল এবং সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও ওয়াশিংটন সুন্দর। এই ১২ জন চুক্তিবদ্ধ ক্রিকেটারের উপর যাতে বেশি চাপ না দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।

এই বিষয়ে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, 'বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ বোলাররা যে সব ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন, সেই সব ফ্র্যাঞ্চাইজিদের সেই সব ক্রিকেটারদের উপর নজর রাখতে বলা হয়েছে। সেই সব বোলারকে যাতে নেটে বল না করানো হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তাঁরা ফিল্ডিং অনুশীলন করতেই পারেন। মে মাসের শেষ সপ্তাহ থেকে তাঁরা ধীরে-ধীরে নেটে বল করতে পারবেন। পাশাপাশি যদি অনুশীলনের সময় চোট লাগে তাহলে তখনই যাতে বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে। সামনেই বড় টুর্নামেন্ট। ফলে বিসিসিআই ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বেশ সতর্ক। সব ফ্র্যাঞ্চাইজিদের বিসিসিআইয়ের সঙ্গে বোর্ড যোগাযোগ রাখবে।'

বন্ধ করুন