৫৬২৫ কোটি টাকায় আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে সিভিসি ক্যাপিটাল। তবে এরপরেই জানা যায় CVC স্পোর্টসের সঙ্গে কোনও এক বেটিং কোম্পানি জড়িত রয়েছে। এরপরেই CVC স্পোর্টসের বিষয়টি BCCI এর তরফ থেকে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে রেফার করা হয়েছে। এমনটাই জানাচ্ছে ক্রিক বাজ। যিনি ভারত সরকারের সাথে জড়িত নয় এমন বিষয়ে বোর্ডের প্রতিনিধিত্ব করেন। আসলে সিভিসি ক্যাপিটালের পার্টনারদের সঙ্গে বেটিং কোম্পানির যোগাযোগের তদন্ত করার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখন বিষয়টি গভীরভাবে তদন্ত করবে। আসলে, বিসিসিআই এই সমস্যাটি দেখার জন্য একটি নিরপেক্ষ প্যানেল নিয়োগ করার পরিকল্পনা করছে।
ক্রিক বাজের রিপোর্টে বলা হয়েছে, সিভিসি স্পোর্টস আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করলেও এখনও ডটেড লাইনে স্বাক্ষর করতে পারেনি। বিসিসিআই থেকে একটি ইন্টেন্ট পত্র পায়নি৷ আমেরিকান সংস্থাটি বিসিসিআইকে বোঝানোর চেষ্টা করছে যে যুক্তরাজ্যের একটি বেটিং ফার্মে তাদের বিনিয়োগ অবৈধ নয়। সিভিসি স্পোর্টস ইস্যুতে বিসিসিআই রেফারেল হল আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির মন্তব্যের একটি সুস্পষ্ট ফল। যুক্তরাজ্যে একটি বেটিং কোম্পানিতে আমেরিকান ফার্মের বিনিয়োগের বিষয়টি সামনে আসার পরে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোদি।
সলিসিটর জেনারেল মেহতার প্রাথমিক সুপারিশ ইতিবাচক বলে মনে করা হয় তবে তিনি বিসিসিআইকে দ্বিতীয় আইনি মতামত নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও বোঝা যায়। যদিও বোর্ড প্রকৃতপক্ষে দ্বিতীয় মতামতের জন্য গেছে কিনা তা নিশ্চিত করা যায়নি, যারা জানেন তারা ইঙ্গিত দিয়েছেন যে বিষয়টি শীঘ্রই নিষ্পত্তি হতে চলেছে, আইন বিশেষজ্ঞদের একটি কমিটি কাজ করছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।