বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL-এর ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার সকালেই দুবাই যাচ্ছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ

IPL-এর ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার সকালেই দুবাই যাচ্ছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএলের আয়োজন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে জয় শাহ সহ বিসিসিআই-এর কর্তারা সোমবারই দুবাইয়ে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় যাবেন বুধবার সকালে।

স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ যাতে সুষ্ঠ ভাবে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা যায়, তার জন্য বুধবার সকালেই দুবাই উড়ে যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল নিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন সৌরভ সহ বাকি বিসিসিআই কর্তারা। তবে তার আগে মঙ্গলবার আইসিসি-র বোর্ড মিটিং রয়েছে। যে মিটিংয়ে ভার্চুয়ালি অংশ নেবেন সৌরভ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন যাতে ভারতেই করা যায়, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন সৌরভ। 

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর, সোমবারই বিসিসিআই সচিব জয় শাহ, বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল, যুগ্মসচিব জয়েশ জর্জ, বোর্ডের অন্তর্বর্তী চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) হেমাঙ্গ আমিন এবং বোর্ডের জেনারেল ম্যানেজার ফর অপারেশনস তথা টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর ধীরাজ মলহোত্র চার্টার্ড ফ্লাইটে করে দুবাই উড়ে গিয়েছেন। বুধবার সকালে যাবেন সৌরভ। আইপিএলের আয়োজন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই বিসিসিআই-এর কর্তারা দুবাইয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

তবে প্রশ্ন উঠেছে, করোনার জন্য ভারত থেকে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সংযুক্ত আরব আমিরশাহি। তা হলে জয় শাহরা কী করে দুবাই গেলেন? সৌরভই বা কী করে যাবেন? জানা গিয়েছে, এর জন্য এমিরেটস ক্রিকেট বোর্ডের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

আইপিএলের দ্বিতীয় পর্ব সম্ভবত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ফাইনাল হতে পারে ১০ অক্টোবর। সংযুক্ত আরব আমিরশাহীতে সম্ভবত আইপিএলের ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.