আইপিএলের দ্বিতীয় পর্বে বেশির ভাগ বিদেশি প্লেয়ারকেই সম্ভবত পাওয়া যাবে না। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তো আগে থেকেই তাদের প্লেয়ার ছাড়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। শোনা যাচ্ছে, বাংলাদেশের প্লেয়ারদেরও পাওয়া যাবে না। অন্যান্য দেশগুলোর সঙ্গেও ক্রীড়াসূচির সংঘাত ঘটছে। সব মিলিয়ে এ বছরের আইপিএলের দ্বিতীয় পর্বে বিদেশি প্লেয়ারদের নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। সূত্রের খবর অবশ্য, এই অনিশ্চয়তা কাটাতে নাকি বিভিন্ন বোর্ডের সঙ্গে কথা বলছে বিসিসিআই।
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু হওয়ার কথা রয়েছে। তবে সে সময় ম্যাচ হলে অনেক বিদেশি প্লেয়ারকে পাওয়া যাবে না। স্বভাবতই সমস্যায় পড়বে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএলের এক ফ্র্যাঞ্জাইজির কর্তা জানিয়েছেন, এই সমস্যা সমাধানের জন্য বিসিসিআই বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে। সেই কর্তা আরও বলেছেন, ‘বিসিসিআই-এর এসজিএম-এর পর তাদের তরফেই আমাদের জানানো হয়েছিল, বিদেশি প্লেয়ারদের নিয়ে বিভিন্ন বোর্ডের সঙ্গে তারাই কথা বলবে। আমাদের বিশ্বাস, বিসিসিআই নিঃসন্দেহে এর ভাল কোনও সমাধান বের করবে।’
এরই সঙ্গে তিনি যোগ করেছেন, ‘সত্যি কথা বলতে বিভিন্ন বোর্ডের সঙ্গে যেহেতু বিসিসিআই কথা বলছে, তাই আমাদের অপেক্ষা করা উচিত। যদি শেষ পর্যন্ত আমাদের কিছু তারকা বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিতেই হয়, তখন তাদের পরিবর্ত বাছার কথা ভাবব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।