মঙ্গলবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্স -এর মধ্যে আইপিএল ২০২৩ এর ৩৫ তম ম্যাচ খেলা হচ্ছে। আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছে। এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। GT এবং MI চলতি মরশুমে তাদের সপ্তম ম্যাচ খেলছে। জিটি এখন পর্যন্ত চারটি জিতেছে এবং দুটি হারের সম্মুখীন হয়েছে।
আরও পড়ুন… ফের অসুস্থ জোফ্রা! গুজরাটের বিরুদ্ধে তারকা পেসারকে পেল না MI
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট দল তাদের শেষ ম্যাচে লখনউকে ৭ রানে হারিয়েছে। একই সঙ্গে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স পেয়েছে তিনটি জয় ও তিনটি পরাজয়। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই দল তাদের শেষ ম্যাচে পঞ্জাবের কাছে ১৩ রানে হেরেছে। GT এবং MI IPL ইতিহাসে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে। গত মরশুমে যখন দুজনের মধ্যে খেলা হয়েছিল, সেই ম্যাচে মুম্বই জয়ী হয়েছিল।
আরও পড়ুন… কঠিন মুহূর্তে নিজেকে যতটা পারি শান্ত রাখার চেষ্টা করি- সাফল্যের রহস্য ফাঁস করলেন মুকেশ কুমার
এই ম্যাচে মুম্বইকে প্রথম সাফল্য এনে দিয়েছেন অর্জুন তেন্ডুলকর। তৃতীয় ওভারের প্রথম বলে ঋদ্ধিমান সাহাকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। সাহা গুড লেংথ বল টানার চেষ্টা করলেও বল গ্লাভসে লেগে উইকেটরক্ষক ইশান কিষাণের হাতে চলে যায়। ঋদ্ধিমান সাহা রিভিউয়ের জন্য যায় কিন্তু কোন লাভ হয়নি। সাত বলে চার রান করে আউট হন। ঋদ্ধিমান সাহা আউট হওয়ার সময়ে গুজরাটের স্কোর ছিল ২.১ ওভারে এক উইকেটে ১২ রান। তবে এই ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে আইপিএল-এর ইতিহাসে নিজের ১৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। তবে তাঁর ১৫০তম ম্যাচের স্মৃতিটা ভালো হল না।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এখন দেখার বাংলার আরও এক তারকা যিনি গুজরাট টাইটানসের হয়ে খেলছেন এবং তিনিও এদিন আইপিএল-এ নিজের শততম ম্যাচটি খেলতে নেমেছিলেন। তিনি হলেন মহম্মদ শামি। এদিন মহম্মদ শামি নিজের শততম আইপিএল ম্যাচ খেলতে নামবেন। নিজের এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে চাইবেন শামি। এখন দেখার দ্বিতীয় ইনিংসে বল করতে এসে শামি কী করেন? তবে এদিনের ম্যাচ শুরু হওয়ার আগে গুজরাট দলের পক্ষ থেকে মাঠের টিম মিটিং-এ ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামিকে বিশেষ সম্মান দেওয়া হয়। টিম মিটিং-এ গোল করে দুই তারকার হাতে স্মারক তুলে দেন গুজরাট টাইটানসের তারকারা। ঋদ্ধির হাতে ট্রফি তুলে দেন হার্দিক পান্ডিয়া।এখন দেখার এই স্মরণীয় ম্যাচকে তারা কীভাবে শেষ করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।