তাহলে কি বঙ্গ ক্রিকেটারদের উপর ভরসা রাখতে চলেছে কলকাতা নাইট রাইডার্স? আরসিবির বিরুদ্ধে নামার আগে সেই জল্পনাই দেখা দিয়েছে শাহরুখ খানের দলে। আজ ইডেনে এই মরশুমে প্রথমবার নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে বাংলার দুই ক্রিকেটারকে দেখা গেল নাইট শিবিরে। অভিমন্যু ঈশ্বরন ও সুদীপ ঘরামিকে দেখা যায় শিবিরে। শাহরুখ খানের দলের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে কলকাতার দল হলেও বাংলার কোনও ক্রিকেটারকে এই দলে খেলতে দেখা যায় না। বদলে অন্য কোনও রাজ্যের ক্রিকেটার নিয়ে আসে তারা। এই বছর আইপিএল নিলামেও বাংলার কোনও ক্রিকেটার কেকেআর দলে জায়গা পাননি। তবে এইবার পরিস্থিতি বদলাতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স বড় ধাক্কা খায়। নাইটদের অধিনায়ক শ্রেয়স আইয়ার পিঠের চোটে কাবু হয়ে গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে নিতীশ রানাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু শ্রেয়সের পরিবর্ত ক্রিকেটার হিসাবে কাউকে নেওয়া হয়নি। এরপর ফের আরও একটি ধাক্কা খায় শাহরুখের দল। ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএল খেলবেন না বলে জানিয়েছেন। ফলে দুই জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারায় তারা।
এরপরে হঠাৎই নাইট শিবিরে অনুশীলন করতে দেখা যায় অভিমন্যু ঈশ্বরন ও সুদীপ ঘরামিকে। ফলে জল্পনা আরও বাড়ে। এবার বাংলার ক্রিকেটার খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্সে। কারণ বিশেষজ্ঞ মহল মনে করছে এরা কেউ নেট বোলার নন। দুজনই বাংলার ব্যাটার। ফলে নেট বোলার সম্ভাবনা থাকছে না। অন্যদিকে সাকিবের বিকল্প হিসাবে জেসন রয়কে সই করিয়েছে কেকেআর। কিন্তু শ্রেয়সের জায়গায় এগিয়ে থাকছে বাংলার দুই ক্রিকেটার। নাইট শিবির সূত্রে যা খবর, আপাতত আর একজন ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা চলাছে তারা।
সূত্র মারফত জানা যাচ্ছে কলকাতা শিবির থেকে দুই রঞ্জি ক্রিকেটারকে অনুশীলনে আসার কথা বলা হয়। এই দুই জন ক্রিকেটারই নিজেদের নাম আইপিএলে দিয়েছিলেন। কিন্তু কোনও দলই তাদের কেনেনি। এখন দেখার বিষয় এটাই কোন ব্যাটারকে কলকাতা তুলে নেয়।
দুই ক্রিকেটারের মধ্যে কে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সুদীপকে রাসেল, নারিনদের নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখায় স্বাভাবিক ভাবেই খুশি বঙ্গ ক্রিকেট মহল। সিএবিও চাইছে বাংলার কোনও ক্রিকেটার কেকেআরে সুযোগ পাক।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।