গত বছর অল্পের জন্য আইপিএল ট্রফি হাতছাড়া করতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে হেরে স্বপ্ন ভঙ্গ হয় রাজস্থানের। এই মরশুমে তারা ট্রফি নিজেদের ঘরে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হবে সেটা আগের থেকেই বোধা গিয়েছিল। এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রাজস্থান বুঝিয়ে দিল, গতবারের ভুল এবার আর তারা করতে চাইবেন না।
প্রথম ম্যাচ থেকেই নিজেদের দাপট দেখালেন রাজস্থানের ক্রিকেটাররা। যশস্বী জয়লওয়াল ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। পাশাপাশি জস বাটলারও ২২ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ঝুলিতে ৭টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি সংগ্রহ করেন বাটলার। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেরা হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি বাটলারও।
ম্যাচ শেষে রাজস্থানের রয়্যালসের এই ক্রিকেটার বলেন, 'আমাদের শুরুটা দুর্দান্ত হয়েছে। গতবার আমাদের মরশুমটা খুব ভালো গিয়েছে। তবে অল্পের জন্য আমরা খেতাব হাতছাড়া করি। এবার আর সেই ভুল করতে চাই না। এবারে শুরুটা আমাদের ভালো হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই আমরা। লম্বা টুর্নামেন্ট। ফলে প্রথমের দিকে আমরা ম্যাচ জিতে নিয়ে এগিয়ে থাকতে চাই। তাহলে পরে কোনও রকম সমস্যা হবে না। সেই টার্গেট নিয়েই এগিয়ে যেতে চাই।'
এখানেই থেমে থাকেননি বাটলার। তিনি আরও বলেন, 'এদিন আমি শুরু থেকেই বিপক্ষ দলের বেলারদের উপর চাপ দেওয়ার চেষ্টা করে যাই। যা আগামিতেও করতে চাই। আর তাতে আমি সফল হই। প্রথম থেকেই বড় রান করার কথা ভেবে মাঠে নেমেছিলাম। তাই বড় রান করতে সুবিধা হয়েছে। এই ইনিংসের ফলে আত্মবিশ্বাস বেড়ে গেল। খুব ভালো ক্রিকেট উপভোগ করছি। মজার সঙ্গে এই ইনিংসটি আমি খেললাম।'
এই ম্যাচে শুধু বাটলার একা নন, রাজস্থানের ব্যাটাররা ভালো পারফরম্যান্স করেন। তেমনই বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স করেন। অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে নেয় রাজস্থান।