শুভব্রত মুখার্জি: বর্তমান ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ সিরাজ এবং কেএল রাহুল। চলতি আইপিএলে আরসিবির হয়ে খেলছেন মহম্মদ সিরাজ। তবে সিরাজ খেললেও আইপিএলের চলতি আসরের সফর শেষ হয়ে গিয়েছে রাহুলের। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুল আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময়ে গুরুতর চোট পান। পরবর্তীতে ইংল্যান্ডে তাঁর অপারেশনও করা হয়েছে। এখন দ্রুত সুস্থ হওয়ার লড়াই চালাচ্ছেন রাহুল। সিরাজ এবং রাহুল জাতীয় দলের সতীর্থ হওয়ার পাশাপাশি খুব ভালো বন্ধুও বটে। তবে একবার এই বন্ধুর বিরুদ্ধেই নাকি ক্ষেপে গিয়েছিলেন রাহুল! নেটে অনুশীলনে রাহুলকে এত বেশি বাউন্সার করেছিলেন সিরাজ যে রেগে গিয়েছিলেন রাহুল। সেই সময়ে তিনি সিরাজকে বলেছিলেন তুমি বাউন্সার ছাড়া আর অন্য কোন বল করতে পার না?
আরও পড়ুন… পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দাও- গিলের প্রশংসায় বিরাট বার্তা, কী বোঝাতে চাইলেন কোহলি?
হায়দারাবাদের পেসার কঠোর পরিশ্রম করে ভারতীয় দলে জায়গা পাকা করেছেন। দলের সতীর্থরা তাঁকে আদর করে ডাকেন ‘মিঁয়া’ ভাই বলে। ২০১৭ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হওয়ার পরে এখন ভারতীয় দলের নিয়মিত সদস্য তিনি। ২০২০-২১ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে অভিষেক হয় তাঁর। সেই সিরিজেই সকলের নজর কাড়েন তিনি। বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পরেও জাতীয় দলের হয়ে তাঁর নিষ্ঠা নিঃসন্দেহে কুর্ণিশযোগ্য। চলতি আইপিএলেও ভালো ফর্মে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ১২ ম্যাচে ইতিমধ্যেই তিনি নিয়েছেন ১৬টি উইকেট।
আরও পড়ুন… টেবিলের দুই নম্বর জায়গার জন্য একে অপরের মুখোমুখি হবে LSG ও MI! দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
সম্প্রতি গৌরব কাপুরের ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন’ নামক একটি অনুষ্ঠানে মহম্মদ সিরাজ ভারতীয় দলের অন্দরের অজানা কাহিনী শুনিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘আমি অনুর্ধ্ব-২৩ জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করি। আমি সেই সময়ে রঞ্জি ট্রফিতেও একটি ম্যাচ খেলি। এরপর পরবর্তী দুই ম্যাচে আমাকে দল থেকে বাদ দেওয়া হয়। তারপরে দল থেকে পাকাপাকিভাবে বাদ পড়ে যাই। পরের বছর তখন আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ ছিল আইপিএলে। আমি নেট বোলার ছিলাম। সেখানে আমি রাহুলকে (কেএল) একটার পর একটা বাউন্সার বল করি। আমার উপর খুব রেগে যায় রাহুল। আমাকে রেগে বলে তুমি কি খালি বাউন্সার বল করতেই পার? আমি বলেছিলাম ভাইয়া আমি অন্য বলও করতে পারি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।