এ বার চাহাল পরিবারে করোনা হানা দিল। কোভিডে আক্রান্ত হয়েছেন যুজবেন্দ্র চাহালের বাবা-মা দু'জনেই। তাঁদের কোভিডের অনেক লক্ষণই রয়েছে। চাহালের বাবার শারীরিক অবস্থা ভাল না হওয়ায়, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর মায়ের চিকিৎসা বাড়িতে থেকেই হচ্ছে। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এ কথা জানিয়েছেন চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা।
ধনশ্রী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এ বার আমার শ্বশুর এবং শাশুড়ি কোভিড পজিটিভ। তাঁদের বিভিন্ন লক্ষণ রয়েছে। শ্বশুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শাশুড়ির বাড়িতে থেকেই চিকিৎসা চলছে।’ এই খবর দেওয়ার পাশাপাশি ধনশ্রী, এই মুহূর্তে করোনার জন্য পরিস্থিতি কতটা খারাপ, সে কথা জানিয়ে সবাইকে সতর্ক করেছেন। তিনি লিখেছেন, ‘আমি হাসপাতালে ছিলাম। এবং পরিস্থিতি কতটা খারাপ, তার সাক্ষী আমি। আমি সমস্ত রকম সতর্কতা অবলম্বন করছি। কিন্তু আপনারা প্লিজ বাড়িতে থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন।’

এ ছাড়াও ধনশ্রী আরও একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, আইপিএল চলাকালীন যখন যুজবেন্দ্র চাহালের সঙ্গে তিনি জৈব সুরক্ষা বলয়ে ছিলেন, সেই সময়ে তাঁর মা এবং ভাই করোনায় আক্রান্ত হয়েছিল। অবশ্য এখন তাঁরা সুস্থ হয়ে উঠেছেন। সেই পোস্টে ধনশ্রী লিখেছেন, ‘যখন মা এবং ভাই করোনা পজিটিভ হল, তখন আমার পক্ষে পরিস্থিতি খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। ওরা যখন পজিটিভ হয়েছে, আমি তখন আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে ছিলাম। তখন খুব অসহায় বোধ করছিলাম। তবে সময়ে সময়ে তাঁদের খবর নিচ্ছিলাম। ওদের থেকে দূরে থাকাটা তখন খুবই কঠিন ছিল। তবে ভাল বিষয়, ওরা সুস্থ হয়ে উঠেছে।’ কিন্তু এক কাকা এবং কাকিমাকে করোনায় হারিয়েছেন ধনশ্রী। সে কথাও তিনি এই পোস্টে জানিয়েছেন।

যুজবেন্দ্র চাহাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছেন। সাত ম্যাচ মাত্র চার উইকেট পেয়েছিলেন চাহাল। এর পরই করোনার জেরে আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয় বিসিসিআই।