জমজমাট আইপিএল। প্রত্যেক ম্যাচেই টানটান উত্তেজনা তৈরি হচ্ছে। রবিবারের ডবল হেডারের দ্বিতীয় খেলায় এমনই একটি টানটান ম্যাচ হয়েছে। রবিবারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৩তম ম্যাচটি খেলতে নামে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস। খেলার মাঝামাঝি সময় মনে হচ্ছিল রাজস্থান এই ম্যাচটি জিততে পারবে না। গুজরাটের দিকে ম্যাচ কার্যত হেলে যায়।
রাজস্থান রয়্যালসকে জিততে হলে ৮ ওভারে যখন ১১২ রান দরকার তখন তাদের জয়ের সম্ভাবনা ছিল ২.১ শতাংশ। সেই সময় ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে ব্যাট করছে সঞ্জু স্যামসনের দল। কিন্তু রাজস্থানের প্রায় হেরে যাওয়া ম্যাচ চারজন ক্রিকেটার পুরোপুরি নিজেদের দিকে ঘুরিয়ে নেন। জয়ের সম্ভাবনাও ২.১ শতাংশ থেকে ১০০ শতাংশে পৌঁছে যায়।
রাজস্থানের এই ম্যাচ ঘুরতে শুরু করে ১৩তম ওভারে। এই ওভারে অধিনায়ক সঞ্জু স্যামসন রশিদ খানের বলে পরপর তিনটি ওভার বাউন্ডারি মারেন। আর এর ফলেই ম্যাচটি পুরোপুরি ঘুরে যায় রাজস্থানের দিকে। অধিনায়ক সঞ্জুর সঙ্গে শিমরন হেটমেয়ারও তাঁর নিজের সেরাটা দেন। হেটমেয়ার ঝড়ে এক প্রকার উড়ে য়ায় গুজরাট টাইটানস।
সঞ্জু স্যামসন ৩২ বলে তিনটি বাউন্ডারি ও ৬টি ওভারবাউন্ডারি মেরে ৬০ রান তোলেন। তারপরই তিনি আউট হয়ে যান। এরপরে ক্রিজে থাকে শিমরন হেটমেয়ার। তখন ৭ বলে ৫ রানে ব্যাট করছিলেন। সঞ্জু আউটের পর ধ্রুব জুরেল ব্যাট করতে আসেন। তিনি ১০ বলে ১৮ রান করেন। আর এই রানটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জুরেল আউট হওয়ার পর মাঠে নামে অশ্বিন। তিনি ২ বলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ১০ রান করে তৃতীয় বলে আউট হয়ে যান।
পরপর উইকেট হারাতে থাকলেও ম্যাচ ধরে রাখে ক্য়ারিবিয়ান ক্রিকেটার। তিনি ২৬ বলে দুটি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি মেরে ৫৬ রান করেন। এছাড়াও তিনি অপরাজিত থেকে ম্যাচ জেতান। রাজস্থান ১৯.২ ওভারে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে নেয়। গত বছর আইপিএলের ফাইনালে মুখোমুখি হয় এই দুই দল। সেই ম্যাচ জিতে প্রথমবার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় হার্দিক পান্ডিয়ার গুজরাট। দ্বিতীয়বার আইপিএল ট্রফি জেতার স্বপ্ন চুরমার হয়ে যায় রাজস্থান রয়্যালসের। এই বছরেও গ্রুপ লিগের ম্যাচ সেই দিকেই এগোচ্ছিল। কিন্তু শেষ ওভার পর্যন্ত ম্যাচ টিকে রেখে জিতে যায় রাজস্থান।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।