মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরশুমের জন্য খেলোয়াড়দের নিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। মিডিয়া রিপোর্ট অনুসারে, ১০ এবং ১১ ফেব্রুয়ারি মুম্বই-এর একটি হোটেলে এই নিলামের আসর বসতে চলেছে। সূত্রের খবর এই বিষয়ে সিদ্ধান্ত প্রায় নেওয়া হয়ে গিয়েছে। এই নিলামে ৫টি ফ্র্যাঞ্চাইজি তাদের নিজ নিজ স্কোয়াড বেছে নেবে।
সম্প্রতি WPL-এর দলের জন্য নিলাম করা হয়েছিল। প্রথম আসরে ৫টি দল খেলবে। এমন পরিস্থিতিতে এই ৫টি ফ্র্যাঞ্চাইজি কিনতে ১৭টি কোম্পানির মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। এখানে আইপিএল-এর মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস একটি করে দল পেয়েছে। বাকি দুটি দলকে কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড এবং ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিং প্রাইভেট লিমিটেড। এই পাঁচটি দল মোট ৪৬৭০ কোটি টাকায় বিক্রি হয়েছিল।
দলগুলোর নিলাম শেষে এখন শুরু হয়েছে খেলোয়াড়দের নিলামের প্রস্তুতি। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে খেলোয়াড় কিনতে ১২ কোটি টাকা করে থাকবে। প্রতিটি দল ১৫ থেকে ১৮ জন খেলোয়াড়কে কিনতে পারবে। এর মধ্যে ৭ জন খেলোয়াড় বিদেশে থাকতে পারেন। প্লেয়িং-১১-এ ৫ জন বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন, যার মধ্যে একজনকে সহযোগী দেশের হতে হবে। আন ক্যাপড প্লেয়ারদের জন্য ১০ এবং ২০ লক্ষ টাকার বেস প্রাইসের একটি বিভাগ রয়েছে এবং ক্যাপড প্লেয়ারদের জন্য ৩০, ৪০ এবং ৫০ লক্ষ টাকার বেস প্রাইসের একটি তালিকায় তৈরি করা হয়েছে।
আরও পড়ুন… Ind vs NZ: রাঁচির অবাক করা পিচ দেখে লখনউ-র বাইশ গজ নিয়ে সতর্ক স্যান্টনার-হার্দিক
মহিলা আইপিএলের প্রথম মরশুমটি ৫ থেকে ২৩ মার্চ খেলা হবে বলে আশা করা হচ্ছে। আইপিএল শুরুর ঠিক আগে WPL ফাইনাল আয়োজনের সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় খেলোয়াড়দের নিলামের জন্য নিবন্ধন থেকে শুরু করে দলের নাম, জার্সিসহ আরও অনেক বিষয় এখনও সামনে আসেনি। সময়ের স্বল্পতার পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসটি WPL ফ্র্যাঞ্চাইজি এবং BCCIএর জন্য খুব ব্যস্ত হতে চলেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।