শুভব্রত মুখার্জি: গত তিন বছর করোনা নামক জুজুতে আক্রান্ত ছিল গোটা বিশ্বের প্রতিটি ক্ষেত্র। বাদ পড়েনি খেলাধূলার ক্ষেত্র ও।যার সরাসরি প্রভাব এসে পড়েছিল ক্রিকেটের ২২ গজেও। বাদ যায়নি আইপিএলের মতন টুর্নামেন্ট ও। ফলে বায়ো বাবল তৈরি করে, দর্শকশূন্যভাবে এমনকি দেশের বাইরে পর্যন্ত আয়োজন করা হয়েছে এই আইপিএলের। এবারে সমস্ত বিধিনিষেধ ভুলে গিয়ে যখন ধীরে ধীরে ছন্দে ফিরছিল টুর্নামেন্ট ঠিক তখনই এল এক খারাপ খবর। ফের আইপিএলে পড়ল করোনার থাবা! করোনাতে আক্রান্ত হয়েছেন ধারাভাষ্যকার তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
১৬তম আইপিএল সবেমাত্র শুরু হয়েছে। এখনও একটা সপ্তাহও পেরোয়নি। তার মাঝেই এই ঘটনার ফলে কার্যত নড়ে চড়ে বসতে হয়েছে সকলকে। করোনা পজিটিভ হয়েছেন আকাশ চোপড়া। মঙ্গলবারেই আকাশ চোপড়ার করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। চলতি টুর্নামেন্টে আকাশ চোপড়া ধারাভাষ্য দিচ্ছেন। টাটা আইপিএল ২০২৩'র অফিসিয়াল ডিজিটাল ব্রডকাস্টারদের ধারাভাষ্যকার প্যানেলে রয়েছেন তিনি। সেখানে ধারাভাষ্য দেওয়ার সময়েই অসুস্থ বোধ করেন তিনি। ডাক্তারদের পরামর্শে তাঁর করোনা পরীক্ষাও করা হয়। যার রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুন… ও না থাকলে ভারত ২০১১ বিশ্বকাপ জিতত না- স্পেশাল ক্রিকেটারকে হরভজন সিং-এর কুর্নিশ
করোনা আক্রান্ত হওয়ার খবরটি আকাশ চোপড়া স্বয়ং টুইট করে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কট অ্যান্ড বোল্ড কোভিড (কোভিড ক্যাচ ধরে আউট করেছে)। হ্যা সি ভাইরাস ফের আক্রমণ করেছে। খুব সামান্য লক্ষ্মণ রয়েছে। তবে সবকিছুই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’ ডাক্তারদের ২৪ ঘন্টার তদারকিতে রয়েছেন আকাশ চোপড়া। তিনি আরও জানিয়েছেন, ‘কয়েকটা দিন আমাকে ধারাভাষ্যকারের ভূমিকা থেকে দূরে সরে থাকতে হবে। আশা করছি আরও শক্তভাবে আমি ফিরে আসতে পারব।’
আরও পড়ুন… AFC Women's Olympic qualifier: কিরঘিজস্তানকে ৫-০ উড়িয়ে শুরু হল ভারতের অভিযান
উল্লেখ্য করোনার জুজু কাটিয়ে তিন বছর পরে লিগ ফের হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরেছে। সম্প্রতি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। ৩০৩৮টি নতুন করোনার কেস পাওয়া গিয়েছে ভারতে। পাশাপাশি সক্রিয় কেস রয়েছে ২১১৭৯টি। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য থেকেই চিত্রটা পরিষ্কার। ফলে আইপিএলে আপাতত কোনও ঝুঁকি না নিয়ে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে চলেছেন আয়োজকরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।