আজ বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএলের ফাইনাল। এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গতকাল অর্থাৎ রবিবার ফাইনাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য ম্যাচটি রিজার্ভ ডে'তে গড়াতে বাধ্য হয়। রবিবার গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস ছিল প্রবল। কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত কিছুই আর হয়নি। সকল ভক্তরা মনে করছেন ধোনির এটা শেষ আইপিএল। তাই ধোনিকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আমদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে দর্শকরা খেলা দেখতে আসেন।
চেন্নাই, বেঙ্গালুরু, কোচি, দিল্লি এবং মুম্বই সব জায়গা থেকেই দর্শকর আসেন ফাইনাল ম্যাচের সাক্ষী থাকবে বলে। কিন্তু রবিবার আমদাবাদে ঝড় বৃষ্টির জন্য কোনও ভাবেই খেলা শুরু করা যায়নি। আজ সোমবার ম্যাচটি শুরু হবে। আশা করা হচ্ছে কালকের মত আজকেও দর্শকেরা গ্যালারির কানায় কানায় ভরিয়ে তুলবে হলুদ জার্সিতে। এই স্টেডিয়ামে দর্শকের আসন সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। যা প্রায় ভরে যেতে পারে বলে আশা করা হচ্ছে। অনেক সমর্থকেরাই ফাইনাল খেলা দেখবে বলে হোটেল বুক করেছিলেন। কিন্তু অনেকেই আবার ভেবেছিল খেলা শেষেই বাড়ি ফিরে যাবেন। আর সেই মতোই তারা হোটেলও বুক করেনি। তাই রবিবার ম্যাচ ভেস্তে যাওয়ায় অনেক সমর্থকই হোটেলে ফিরে যান।
কিন্তু বেশিরভাগ সমর্থকই আমদাবাদের রেল স্টেশনে ভিড় জমান। তারা সেখানেই রাত কাটান। শুধুমাত্র একবার ক্যাপ্টেন কুলকে দেখবে বলেই এই উচ্ছ্বাস। সোশ্যাল মিডিয়াতে ধরা পড়েছে সেই সমর্থকেরা কীভাবে স্টেশনে রাত কাটিয়েছেন তারা। তবে প্রত্যেককেই যে থেকে যেতে পেরেছে এমনটাও নয়। নিজেদের কাজের জন্য অনেকেই খেলা না দেখে ফিরে গিয়েছেন। অনেক সমর্থকেরই ভাগ্য খারাপ। কারণ তারা একদিনের জন্য আমদাবাদে আসতে পারলেও দুই দিন থাকার মতো সময় তাদের কাছে নেই।
এমনই এক সমর্থক বিকাশ কেডিয়া। যার ইন্দোর ভিত্তিক ব্যবসা রয়েছে। তিনি তাঁর পরিবারের সকলকে নিয়ে রবিবার ফাইনাল দেখতে আসেন। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেই আশা আর পূরণ হয়নি। বিকাশ জানান, 'আমার দশ বছর বয়সী এক ছেলে এমএস ধোনিকে এক ঝলক দেখার খুব ইচ্ছা ছিল। তাই তাকে দেখার জন্য ডাগ আউটের কাছাকাছি আসনগুলির জন্য টিকিট কেটেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত অবিরাম বৃষ্টির জন্য ম্যাচটি হয়নি। স্ত্রী দুই ছেলেকে নিয়ে থাকার জায়গা খুজছিলাম। আমরা একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম। প্রচন্ড ধাক্কাধাক্কি হচ্ছিল। তবে আমাদের যাওয়ার কোথাও জায়গা ছিল না। আমার পরিবারের থেকে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। এছাড়াও স্টেডিয়ামে নেটওয়ার্ক ছিল না। তবে খুব খারাপ অভিজ্ঞতা হল।' তিনি আরও বলেন, 'কাজের জন্যই সোমবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে। গাড়িতে উঠে আমার বড় ছেলে কাঁদতে শুরু করে। কারণ সে ধোনিকে না দেখতে পেয়েই ফিরে আসছে। আমার নিজেকে খুব হতভাগ্য মনে হচ্ছিল।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।