অধিনায়কত্ব সমস্যায় ভুগতে হয়েছিল গতবার। মেলেনি সাফল্য। সেই পরিস্থিতিতে ২০২৩ সালের আইপিলের জন্য পুরনো রেসিপিতেই ফিরে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এবারের মিনি নিলামের আগে নিজেদের অধিকাংশ খেলোয়াড়কে ধরে রেখেছে। তবে মিনি নিলামে চেন্নাইকে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা ভরাট করতে হবে। নিলামে চেন্নাইয়ের কী কৌশল হবে, টা
চেন্নাই সুপার কিংসে কারা কারা আছেন?
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, আম্বাতি রায়াডু, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, ডোয়েন প্রিটোরিয়াস, মাথিসা পাথিরানা, মাহিশ থিকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং এবং শুভ্রাংশু সেনাপতি।
চেন্নাই সুপার কিংসের হাতে কত টাকা আছে?
এবারের আইপিএলের মিনি নিলামে নামার আগে চেন্নাইয়ের হাতে ২০.৪৫ কোটি টাকা আছে। মিনি নিলাম থেকে সর্বাধিক সাতজন খেলোয়াড়কে নিতে পারবে সিংহ বাহিনী। সর্বাধিক দু'জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে।
কোন কোন খেলোয়াড়দের জন্য ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংস?
১) ডোয়েন ব্র্যাভোর বিকল্প: এবার মিনি নিলামে স্যাম কারানের জন্য অল-আউট ঝাঁপাতে পারে চেন্নাই। কারণ চেন্নাইয়ের দীর্ঘদিনের ভরসা ব্র্যাভো খেলোয়াড় হিসেবে অবসর নিয়েছেন। তাঁর শূন্যস্থান পূরণের ক্ষেত্রে কারান সবথেকে ভালো বিকল্প হতে পারেন। যিনি পুরোপুরি ডেথ ওভারের বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেরা হয়েছিলেন। সেইসঙ্গে যে কোনও জায়গায় ঝোড়ো ব্যাটিং করতে পারেন। যে ভূমিকায় চেন্নাইয়ের জার্সিতেই সফল হয়েছিলেন কারান।
২) ভারতীয় টপ-অর্ডার ব্যাটার: রবিন উথাপ্পা যে দায়িত্ব পালন করতেন, সেই ভূমিকায় চেন্নাইয়ের একজন ভারতীয় ব্যাটার দরকার। সেটার জন্য এন জগদীশন বা মায়াঙ্ক আগরওয়ালের জন্য ঝাঁপাতে পারে চেন্নাই। বিশেষত জগদীশন যে দুর্ধর্ষ ছন্দে আছেন এবং কতটা বেধড়ক মেরে খেলতে পারেন, সেই প্রমাণ বিজয় হাজারে ট্রফি এবং রঞ্জি ট্রফিতে দিয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে এমন কীর্তি গড়েছেন, যা বিশ্বের কারও নেই। তাই তামিলনাড়ুর ব্যাটারের জন্যও অল-আউট যেতে পারে চেন্নাই।
আরও পড়ুন: 'রেকর্ড করেছি, জানতামই না', জানালেন বিশ্বরেকর্ড গড়া CSK-র প্রাক্তনী জগদীশন
৩) ভারতীয় পেসার: গতবার আইপিএলে মুকেশ চৌধুরী ভালো পারফরম্যান্স করলেও এবার নিলামে আরও এক ভারতীয় বোলারকে দলে নিতে চাইবেন ধোনিরা। কারণ দীপক চাহার থাকলেও সার্বিকভাবে চেন্নাইয়ের ভারতীয় পেস অ্যাটাক বেশ অনিভজ্ঞ। সেক্ষেত্রে জয়দেব উনাদকাটের জন্য ঝাঁপাতে পারে চেন্নাই। যিনি সম্প্রতি দারুণ ছন্দে আছেন। ধোনির অধিনায়কত্বে আইপিএলও খেলেছিলেন।
৪) ভারতীয় উইকেটকিপার-ব্যাটার: ধোনি থাকায় আপাতত ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের তেমন প্রয়োজন হবে না। কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে ধোনির নেতৃত্বে গ্রুমিংয়ের জন্য এবার এক ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকে নিতে পারে চেন্নাই। সেক্ষেত্রে জগদীশনও বিকল্প হতে পারেন। তাঁকে পেয়ে গেলে হয়ত অন্য কোনও বিকল্পের দিকে ঝুঁকবে না চেন্নাই।
আরও পড়ুন: IPL 2023: সত্যি হল জল্পনা, আর আইপিএল খেলবেন না ব্র্যাভো, দেখা যাবে নতুন ভূমিকায়
৫) বিদেশি পেসার: বিকল্প হিসেবে এক বিদেশি পেসারকে (কারান ও প্রিটোরিয়াস পেস বোলিং করেন) নিতে চাইবে চেন্নাই। সেক্ষেত্রে চেন্নাইয়ের প্রথম পছন্দ হতে পারেন আয়ারল্যান্ডের জোশুয়া লিটল। যিনি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।