বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ১৪ ম্যাচের মধ্যে ৯ বারই অপরিবর্তিত টিম, ধারাবাহিকতার আর এক নাম CSK

IPL 2023: ১৪ ম্যাচের মধ্যে ৯ বারই অপরিবর্তিত টিম, ধারাবাহিকতার আর এক নাম CSK

দল অপরিবর্তিত রাখার নজির সিএসকে-র।

২০২৩ আইপিএলের লিগ পর্বে সর্বাধিক বার অপরিবর্তিত দ্বাদশ খেলিয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের ১৪টি ম্যাচের মধ্যে ন'টি ম্যাচে একই টিম ধরে রেখেছে সিএসকে। ইতিমধ্যে জিটি আবার একই টিম ধরে রেখেছে চারটি ম্যাচে।

প্রায় দু'মাসের কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে চারটি দল। গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামছে গুজরাট এবং ও চেন্নাই। তার আগে চেন্নাইয়ের একটি পরিসংখ্যান বেশ নজর কেড়েছে।

২০২৩ আইপিএলের লিগ পর্বে সর্বাধিক বার অপরিবর্তিত দ্বাদশ খেলিয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের ১৪টি ম্যাচের মধ্যে ন'টি ম্যাচে একই টিম ধরে রেখেছে সিএসকে। ইতিমধ্যে জিটি আবার একই টিম ধরে রেখেছে চারটি ম্যাচে। এ ছাড়া তিনটি ম্যাচে কেকেআর, তিনটিতে পিবিকেএস এবং দু'টিতে আরসিবি একই দল ধরে রেখেছে। অন্য দলগুলো প্রতি ম্যাচেই তাদের টিম পরিবর্তন করেছে। তবে সিএসকে-র আশেপাশে কেউ নেই। সম্ভবত কোয়ালিফায়ারের প্রথম ম্যাচেও একই দল ধরে রাখতে চলেছে চেন্নাই।

আরও পড়ুন: প্লে-অফে চেন্নাইয়ের বদলার ম্যাচ, স্পিন সহায়ক পিচে অপরিবর্তিত থাকবে দুই দল?

এ দিকে ২০২২ আইপিএলে প্রথম আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। সেই ধারাবাহিকতা ধরে রেখে এ বার প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছতে মরিয়া হার্দিক পাণ্ডিয়া ব্রিগেড। যদি তারা এ বার ফাইনালে ওঠে, সে ক্ষেত্রে তারাই প্রথম দল হবে, যারা আবির্ভাবেই পরপর দু'বার ফাইনালে উঠবে। গুজরাট তাদের লিগের শেষ ম্যাচেও আরসিবিকে হারিয়ে দুরন্ত ছন্দে রয়েছে। বিশেষ করে শুভমন গিল বিধ্বংসী ফর্ম কোনও প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। এ ছাড়াও ব্যাটিংয়ে ছন্দে রয়েছেন বিজয় শঙ্কর, ডেভিড মিলার এবং হার্দিক পাণ্ডিয়া নিজেও। বোলাররাও ছন্দে।

অপর দিকে, ঘরের মাঠে ফের একবার বিজয় পতাকা ওড়াতে তৈরি চেন্নাই সুপার কিংস। বড় ম্যাচে এমএস ধোনির অভিজ্ঞতা ও ক্রিকেটীয় বুদ্ধিই যে এই সিএসকের জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ব্যাটিংয়ে রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, শিবম দুবেরা সকলেই ঘুরিয়ে ফিরিয়ে রানের মধ্যে রয়েছে। শেষের দিকে ধোনির পুরনো ঝলকের দেখা মিলছে প্রায় সময়েই। টিম হিসেবে দুরন্ত ছন্দে সিএসকে-ও।

আরও পড়ুন: এলিমিনেটরের আগে সুর ধরলেন রোহিত-সূর্যকুমার, গান শুনে হেসে লুটোপুটি খাবেন নিশ্চিত- ভিডিয়ো

তবে এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছিল হার্দিক পাণ্ডিয়ার গুজরাট। কিন্তু প্লে-অফের ম্যাচে লড়াইটা মোটেও সহজ হবে না। মরশুমের একেবারে শুরুতে চেন্নাই সুপার কিংস সেরা কম্বিনেশন খুঁজে নিতে পারেনি ঠিকই, কিন্তু সময় যত গড়িয়েছে, ততই এক ঝাঁক চোট পাওয়া খেলোয়াড়দের মাঝে সেরা কম্বিনেশন খুঁজে নিয়েছে তারা। ফলে চিপকে এই ম্যাচটি গুজরাটের কাজ একেবারেই সহজ হবে না। তবে এটাও ঘটনা আইপিএলে এখনও পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছে এই দুই দল। সব ক’টি ম্যাচই জিতেছে গুজরাট টাইটান্স।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.